• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেহেদী মারুফ-জাকের আলীর জোড়া সেঞ্চুরিতে রূপগঞ্জের জয়

  অধিকার ডেস্ক    ২২ মার্চ ২০১৯, ১৯:৩০

ইমরুল কায়েস
রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে গাজী গ্রুপের অধিনায়ক ইমরুল কায়েস (ছবি : ফেসবুক)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচে দুই সেঞ্চুরিয়ান মেহেদী মারুফ ও জাকের আলীর সুবাদেই জয়ের পথ সহজ হয় তাদের।

আজ শুক্রবার মিরপুর হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫০ রান করে গাজী গ্রুপ। ব্যাট হাতে ভারতীয় পারভেজ রাসুল সর্বোচ্চ ৮৬, অধিনায়ক ইমরুল কায়েস ৪৮, রনি তালুকদার ২৯, মায়শুকুর রহমান, ৩১ ও তৌহিদ তারেক ১৯ রান করেন। রূপগঞ্জের মুক্তার আলী ২টি এবং ভারতীয় রিশি ধাওয়ান, মোহাম্মদ শহীদ, নাঈম ইসলাম, মিনহাজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানের মধ্যে মোহম্মদ নাঈম এবং মোমিনুল হকের উইকেট হারায় রূপগঞ্জ। তবে তৃতীয় উইকেট জুটিতে মেহেদী মারুফ এবং জাকের আলী ২২৬ রানের জুটি গড়লে ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় দলটি।

গাজী গ্রুপের রুয়েল মিয়া এবং আবু হায়দার রনি ১টি করে উইকেট নেন। রূপগঞ্জের মেহেদী মারুফ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

সংক্ষিপ্ত স্কোর :

গাজী গ্রুপ : ২৫০/৯ (৫০ ওভার)

রূপগঞ্জ : ২৫৩/২ (৪৫.৩ ওভার)

ফল : রূপগঞ্জ জয়ী ৮ উইকেটে

ম্যান অব দ্য ম্যাচ : মেহেদী মারুফ

কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড