• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

তৃতীয়বারের মতো নিউজিল্যান্ডের বর্ষসেরা উইলিয়ামসন

  ক্রীড়া ডেস্ক

২১ মার্চ ২০১৯, ২০:৩৬
কেন উইলিয়ামসন ও অ্যামেলিয়া কার
নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন উইলিয়ামসন ও অ্যামেলিয়া কার (ছবি : সংগৃহীত)

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতেছেন বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন। এ নিয়ে তৃতীয়বারের মতো অ্যাওয়ার্ডটি নিজের শোকেসে তুললেন ২৯ বছর বয়সী কিউই তারকা ব্যাটসম্যান।

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে এক জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বর্ষসেরা কিউই টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হন উইলিয়ামসন।

টেস্ট ক্রিকেটে উইলিয়ামসনের বর্ষসেরার হওয়ার মূল কারণটি হচ্ছে, তার নেতৃত্বেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। এছাড়া ব্যাট হাতে ৮৯ গড়ে ৮০১ রান করে দলের অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এ ডানহাতি।

গেল বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৯০০ রেটিং পয়েন্ট অর্জন করেন কিউই অধিনায়ক। বর্তমানে তার রেটিং ৯১৩ পয়েন্ট। ৯ পয়েন্ট বেশি নিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উইলিয়ামসনের ওপরে আছেন কেবল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এ দিকে ৮৪ গড়ে ৭৫৯ রান করে ওয়ানডের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ রস টেইলর। আর টি-টুয়েন্টির বর্ষসেরার পুরস্কার জিতেছেন মারকুটে ব্যাটসম্যান কলিন মুনরো। ৫৯ গড়ে ৪১৫ রান করায় নারী বিভাগে ওয়ানডের বর্ষসেরা হয়েছেন তরুণী ক্রিকেটার অ্যামেলিয়া কার।

উল্লেখ্য, গত শুক্রবার ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত এবং ক্ষতিগ্রস্তদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শুরু করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটারদের তালিকা :

স্যার রিচার্ড হ্যাডলি মেডেল ফর প্লেয়ার অব দ্য ইয়ার : কেন উইলিয়ামসন

ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার : কেন উইলিয়ামসন

ইন্টারন্যাশনাল মেন'স ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার : রস টেইলর

ইন্টারন্যাশনাল মেন'স টি-টুয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ার : কলিন মুনরো

ইন্টারন্যাশনাল ওমেন'স ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার : অ্যামেলিয়া কার

কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড