• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাল মাঠে নামছে আর্জেন্টিনা, পরদিন ব্রাজিল

  ক্রীড়া ডেস্ক

২১ মার্চ ২০১৯, ২০:৫০
আর্জেন্টিনা
অনুশীলনে আর্জেন্টিনা দল (ছবি : সংগৃহীত)

দীর্ঘ অপেক্ষার শেষে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির খেলা আবারও দেখার সুযোগ ভক্ত-সমর্থকরা পাচ্ছেন আগামীকাল শুক্রবার। বাংলাদেশ সময় রাত ২টায় স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে দলটি মুখোমুখি হবে ভেনেজুয়েলার। এই প্রীতি ম্যাচ দিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে ফের জাতীয় দলে ফিরছেন বার্সেলোনা তারকা মেসি।

পরদিন শনিবার (২৩ মার্চ) মাঠে নামবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর মাঠ এস্তাদিও দে দ্রাগাওতে তাদের প্রতিপক্ষ পানামা।

ব্রাজিল-আর্জেন্টিনা দুদলই আরও একটি করে প্রীতি ম্যাচ খেলবে চলমান আন্তর্জাতিক সূচিতে। আলবিসেলেস্তেদের পরের ম্যাচ আগামী মঙ্গলবার। বাংলাদেশ সময় রাত ১টায় তাদের প্রতিপক্ষ মরোক্কো। একই দিনে রাত ১টা ৪৫ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের। কিন্তু চোটের কারণে সেলেকাওদের কোনো ম্যাচেই খেলা হবে না পিএসজি ফরোয়ার্ড নেইমারের।

ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম প্রীতি ম্যাচ দুটি বাংলাদেশে দেখা যায় এমন কোনো চ্যানেল সম্প্রচার করবে না। ফলে খেলা দুটি দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইটই ভরসা।

ব্রাজিল ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সূচি :

(ম্যাচ-বার-সময়)

আর্জেন্টিনা-ভেনেজুয়েলা, শুক্রবার, রাত ২টা

ব্রাজিল-পানামা, শনিবার, রাত ১১টা

আর্জেন্টিনা-মরোক্কো, মঙ্গলবার, রাত ১টা

ব্রাজিল-চেক প্রজাতন্ত্র, মঙ্গলবার, রাত ১টা ৪৫ মিনিট

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড