• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু : ‘আগে আসলে আগে পাবেন’

  ক্রীড়া ডেস্ক

২১ মার্চ ২০১৯, ১৮:৪৯
বাংলাদেশ ক্রিকেট দল
(ছবি : প্রতীকী)

আসন্ন ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষে সর্বসাধারণের জন্য বরাদ্দকৃত টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করেছে আইসিসি। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় বিকাল ৪টা) থেকে অফিসিয়াল ওয়েবসাইট 'সিডাব্লিউসি১৯'-এ দ্বিতীয় ধাপে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

এর আগে শুধুমাত্র ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকদের জন্য প্রথম ধাপে টিকিট উন্মুক্ত করেছিল আইসিসি। তখন ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা হয়েছিল আইসিসির ‘সিডাব্লিউসি১৯’ ওয়েবসাইটটিতে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটির টিকিটের চাহিদা ফাইনালের চেয়েও অনেকাংশে বেশি বলে জানিয়েছেন আইসিসির ক্রিকেট বিশ্বকাপ আয়োজক কমিটির ডিরেক্টর স্টিভ এলওয়ার্দি।

ক্রিকেটের দুই বৈরি প্রতিবেশির লড়াইটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটির টিকিটের জন্য প্রথম ধাপেই আবেদন পড়েছে প্রায় ৪ লাখ। কিন্তু পুরো স্টেডিয়ামটির ধারণক্ষমতা মাত্র ২৫ হাজার! তাই খুব অল্প সংখ্যক ভক্তই ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় দ্বৈরথটি মাঠে বসে উপভোগ করার সুযোগ পাবে।

আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ক্রিকেট মহাযজ্ঞের সব ম্যাচ এবং ভেন্যু মিলিয়ে মোট টিকিট সংখ্যা ৮ লাখ। কিন্তু ইতোমধ্যেই ৩০ লাখ মানুষ টিকিটের জন্য আবেদন করে রেখেছে। দ্বিতীয় ধাপে সেই সংখ্যাটা কোথায় গিয়ে থামবে কে জানে!

কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড