• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যান ইউর পগবার স্বপ্নের ক্লাব রিয়াল, স্বপ্নের কোচ জিদান!

  ক্রীড়া ডেস্ক

২১ মার্চ ২০১৯, ১৪:৫১
পল পগবা
(ছবি : ইভিনিং স্ট্যান্ডার্ড)

হোসে মরিনহোর বিদায়ের পর নতুন কোচ ওলে গানার সোলস্কায়েরের অধীনে পল পগবা আছেন দুরন্ত ফর্মে। বাজে সময় পেছনে ফেলে ফের ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের মূল চালিকাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই ফরাসি মিডফিল্ডার। একের পর এক গোল করে এবং করিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সফলতম ক্লাবটির ভক্ত-সমর্থকদের ভালোবাসার উষ্ণ ছোঁয়াও পাচ্ছেন তিনি। কিন্তু সম্প্রতি পগবা এমন এক মন্তব্য করে বসেছেন যাতে ভ্রু কুঁচকে ওঠারই কথা! তিনি জানান, ম্যান ইউ নয়; তার স্বপ্নের ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ! আর তার স্বপ্নের কোচের নাম কিংবদন্তি জিনেদিন জিদান!

আন্তর্জাতিক সূচির কারণে এই মুহূর্তে জাতীয় দল ফ্রান্সের সঙ্গে অবস্থান করছেন পগবা। ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুটি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দলটি। তারই ফাঁকে বুধবার গণমাধ্যমের কাছে ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা বলেন, 'আমি বরাবরই বলে আসছি, রিয়াল মাদ্রিদ যে কারও কাছে স্বপ্নের ক্লাব।'

স্বদেশি সাবেক ফুটবলার জিদানের কোচিংয়ে স্প্যানিশ ক্লাবটিতে খেলার ইচ্ছার কথা জানিয়ে পগবা যোগ করেন, 'রিয়াল বিশ্বের অন্যতম সেরা ক্লাব। জিদান আবার সেখানে কোচ হিসেবে ফিরে এসেছেন। যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য এটা স্বপ্নের মতো।'

তবে ইউনাইটেড ভক্তদের এখনই দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই। ওল্ড ট্রাফোর্ডে ভালো আছেন মাঝমাঠের এই কারিগর। স্রেফ নিজের স্বপ্নের কথাটা জানাতেই পগবার এমন বক্তব্য, 'আমি এখন ম্যানচেস্টারে আছি। ভবিষ্যতে কী ঘটবে জানি না। এখানে আমি এখন সুখেই আছি।'

গত ১১ মার্চ দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হিসেবে যোগ দিয়েছেন জিদান। তার বর্তমান পরিকল্পনা- দলকে ঢেলে সাজানো। আগামী মৌসুম শুরুর আগে গ্রীষ্মকালীন দলবদলে বড় অঙ্কের টাকা খরচ করতে মনস্থ করে ফেলেছেন জিদান। যাদের ক্লাবে ভেড়ানোর লক্ষ্য তিনি নির্ধারণ করেছেন, সেই তালিকায় চেলসির এডেন হ্যাজার্ড এবং টটেনহ্যাম হটস্পারের ক্রিস্টিয়ান এরিকসেন থাকলেও পগবা নেই। তবে ম্যান ইউ তারকার এমন প্রবল আগ্রহ পোষণের পর জিদান নিশ্চয়ই নতুন করে তালিকাটা সাজাতে বসবেন!

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড