• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন সাকিব

  ক্রীড়া প্রতিবেদক

২০ মার্চ ২০১৯, ২১:১৬
সাকিব আল হাসান
সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কোনো বাধা নেই। এরই মধ্যে তিনি পেয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র। আগামী ২৩ মার্চ আইপিএলের দ্বাদশ আসরের পর্দা ওঠার আগেই তিনি যোগ দেবেন তার ফ্র্যাঞ্চাইজি দল সানরাইজার্স হায়দরাবাদের ডেরায়।

বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট সিরিজে খেলতে পারেননি বাঁহাতি সাকিব। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালে আঙুলে পাওয়া চোটের কারণে আসন্ন আইপিএলে তিনি খেলতে পারবেন কি না তা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত নিজের ফিটনেস প্রমাণ করেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টুয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পেয়ে গেছেন তিনি।

আগামী ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে সাকিবকে নিয়ে বাড়তি সতর্কতা ছিল বিসিবির। যে কারণে নিউজিল্যান্ড সফরে তাকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। তবে মাঠে ফিরতে মরিয়া সাকিব বেশ কয়েকদিন যাবত অনুশীলন চালিয়ে যাচ্ছেন বিসিবি একাডেমি প্রাঙ্গণে। ফিটনেস পুরোপুরি ফিরে পেতে করছেন কঠোর পরিশ্রম। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে বড় শট খেলার অনুশীলনও চালান তিনি।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বুধবার জানান, 'সে (সাকিব) গত এক সপ্তাহের বেশি সময় ধরে অনুশীলন করছে এবং ইদানিং সে পুরোদমে ব্যাটিং-বোলিং করতে পারছে। তাই তাকে বিসিবির অনাপত্তিপত্র দেওয়া হয়েছে কারণ আমরা জানি সে আইপিএলে খেলবে।'

তবুও সাকিবকে নিয়ে দুশ্চিন্তা কমছে না। তাই বিসিবি তাকে কিছু পরামর্শ দেওয়ার কথা ভাবছে বলে জানান বাংলাদেশের সাবেক ক্রিকেটার আকরাম, 'আমরা তাকে বলব কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি না নিতে। পাশাপাশি পুরোপুরি ফিট না হলে সে যেন তার ফ্র্যাঞ্চাইজি দলকে না বলে দেয় সেই ব্যাপারেও কথা বলব আমরা।'

প্রায় দুই সপ্তাহ আগে সাকিবের আঙুলে এক্সরে করানো হয়েছিল। এরপর বুধবার ফের আরেকটি এক্সরে করানোর কথা থাকলেও সম্প্রতি ব্যাটিং কিংবা বোলিং করার সময় সাকিব কোনোরকম অস্বস্তিতে না ভোগায় তার দরকার পড়েনি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাকিবের সুস্থতার ব্যাপারে আশ্বস্ত করে বলেন, 'আমি যতদূর জানি এবং যতদূর দেখেছি, তাতে মনে হয়েছে সে কোনো অস্বস্তিতে নেই। আর যদি সেটাই হয়, তাহলে সে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পুরোপুরি তৈরি।'

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড