• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডি মারিয়ার নৈপুণ্যে জয় পিএসজির 

  অধিকার ডেস্ক    ১৮ মার্চ ২০১৯, ১৪:২৩

পিএসজি
ম্যাচে জোড়া গোল করেন ডি মারিয়া (ছবি : সংগৃহীত )

অ্যাঞ্জেল ডি মারিয়া ও কিলিয়ান এমবাপের যুগলবন্দীতে মার্শেইকে হারিয়ে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। ম্যাচে জোড়া গোল করেন ডি মারিয়া। এছাড়া টানা ষষ্ঠবারের মতো জালের দেখা পেলেন এমবাপে।

ঘরের মাঠে রবিবার (১৮ মার্চ) রাতে মার্সেইকে ৩-১ গোলে হারায় টমাস টুখেলের দল। এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে এক ম্যাচ কম খেলেই ২০ পয়েন্টে এগিয়ে গেছে পিএসজি।

এই ম্যাচে গোলের জন্য পিএসজিকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ পর্যন্ত। বিরতিতে যাওয়ার আগে এমবাপে গোল করে দলকে এগিয়ে দেন। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে মার্শেই। তবে ডি মারিয়া প্রতিপক্ষের স্বস্তি বেশি সময় ধরে রাখতে দেননি। ম্যাচের ৫৫তম মিনিটে জোরালো শটে পিএসজিকে আবারও লিড দেন এই আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

২-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের ৬১তম মিনিটে ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন ডি মারিয়া। যা এই আসরে তার ৮ম গোল।

এই জয়ে ২৮ ম্যাচে ২৫ জয় ও দুই ড্রয়ে শীর্ষস্থান মজবুত করা পিএসজির পয়েন্ট ৭৭। ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা লিল। তৃতীয় স্থানে থাকা লিওঁর পয়েন্ট ৫৩। আর ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মার্শেই।

এএপি