• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসির হ্যাটট্রিকে বার্সার প্রতিশোধ

  অধিকার ডেস্ক    ১৮ মার্চ ২০১৯, ১২:৪৮

মেসি
হ্যাটট্রিকের পর সুয়ারেজের সঙ্গে উল্লাসে মেসি; (ছবি : বার্সা টুইটার)

আরেকটি মেসিময় রাত দেখল বার্সা ভক্তরা। চ্যাম্পিয়ন্স লিগে গত সপ্তাহে লিঁওর বিপক্ষে কাতালানদের জয়ের নায়ক ছিলেন তিনিই। দুই গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো দুই গোল। এতেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নেয় আর্নেস্তো ভালভার্দের শীর্ষরা। এবার পরের সপ্তাহে আরো একবার মেসি ম্যাজিক দেখল তার ভক্তরা। লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি।

মেসির হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। মেসির হ্যাটট্রিক ছাড়াও লুইজ সুয়ারেজ গোল পেয়েছেন। রিয়াল বেতিসের হয়ে একমাত্র গোলটি করেছেন লরেন মরোন।

গত নভেম্বরে এই বেতিসের কাছেই নিজেদের মাঠে ৪-৩ গোলে হেরে গিয়েছিল বার্সা। এবার বেতিসকে তাদের মাঠে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কাতালানরা।

প্রতিপক্ষের মাঠে সোমবার (১৮ মার্চ) ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি-আক্রমণে মেতে ওঠে দু'দল। ম্যাচের ১৮তম মিনিটে ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে বার্সাকে লিড এনে দেন মেসি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবার গোল করেন মেসি।

২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। কাতালানদের হয়ে তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। ম্যাচের ৬৩তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে বেতিসের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে একক চেস্টায় গোল করেন সুয়ারেজ।

৮২তম মিনিটে লোরেন মোরনের গোলে ব্যবধান কমায় বেতিস। তবে ৮৫তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে ফেলেন মেসি। লা-লিগার এই ম্যাচ দিয়ে মেসি করেন ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক।

২৮ ম্যাচে ২০ জয় আর দুই ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্তভাবে নিজেদের দখলে রাখল বার্সা। সমান ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

এএপি