• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা প্রিমিয়ার লিগ

রাব্বির বোলিং নৈপুণ্যে গাজী গ্রুপের দ্বিতীয় জয়

  ক্রীড়া প্রতিবেদক

১৫ মার্চ ২০১৯, ২২:১২
কামরুল ইসলাম রাব্বি
কামরুল ইসলাম রাব্বি (ছবি : সংগৃহীত)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। লিস্ট 'এ' ক্রিকেটে কামরুল ইসলাম রাব্বির ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রতিপক্ষকে ৩ উইকেটে হারায় দলটি।

শুক্রবার বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৭.৫ ওভারে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় খেলাঘর। জবাবে ৬১ বল হাতে রেখে ৭ উইকেটে ১৪২ রান করে জয় তুলে নেয় গাজী গ্রুপ।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই গাজী গ্রুপের বোলারদের তোপের মুখে ২২ গজে দাঁড়াতেই পারেনি খেলাঘর। তাদের হয়ে কেবল মাহিদুল ইসলাম অঙ্কন লড়াই করেন। খেলেন ১১৭ বলে ৫৭ রানের ইনিংস। গাজী গ্রুপের রাব্বি ৫ উইকেট নেন ২৪ রানে। মেহেদী হাসান নেন ২ উইকেট।

১৩৯ রানের টার্গেটে মাঠে নেমে ৭ উইকেটের বিনিময়ে জয়ের বন্দরে পৌঁছায় গাজী গ্রুপ। দলের হয়ে শামসুর রহমান ৫১ ও ভারতীয় বোলিং অলরাউন্ডার পারভেজ রসুল অপরাজিত ৫৯ রান করেন।

গাজী গ্রুপ দ্বিতীয় জয় পেলেও এবারের আসরে এখনও জয়ের মুখ দেখেনি খেলাঘর।

খেলাঘরের পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গাজী গ্রুপের কামরুল ইসলাম রাব্বি।

সংক্ষিপ্ত স্কোর :

খেলাঘর : ১৩৮ ( ৪৭.৫ ওভার)

গাজী গ্রুপ : ১৪২/৭ (৩৯.৫ ওভার)

ফল : গাজী গ্রুপ জয়ী ৩ উইকেটে।

ম্যান অব দ্য ম্যাচ : কামরুল ইসলাম রাব্বি।

কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড