• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

উয়েফা ইউরোপা লিগ

বড় জয়ে ইউরোপা লিগের শেষ আটে চেলসি-আর্সেনাল

  ক্রীড়া ডেস্ক

১৫ মার্চ ২০১৯, ২১:২০
অলিভিয়ের জিরু
কিয়েভের মাঠে হ্যাটট্রিক করেন চেলসির অলিভিয়ের জিরু (ছবি : সংগৃহীত)

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে তাদের মাঠেই ৫-০ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। একই রাউন্ডের আরেক ম্যাচে আর্সেনাল ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্সের রেঁনেকে। বৃহস্পতিবার রাতে বড় জয়ে দুই ইংলিশ পরাশক্তিই নাম লিখিয়েছে প্রতিযোগিতার শেষ আটে।

আগের লেগের ৩-০ গোলে জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে মোট ৮-০ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। অন্যদিকে আর্সেনাল আগের ম্যাচে রেঁনের কাছে ৩-১ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় পেয়েছে শেষ আটের টিকিট।

কিয়েভের ঘরের মাঠে পঞ্চম মিনিটেই গোলের দেখা পায় চেলসি। উইলিয়ানের কর্নার কিক থেকে পাওয়া বলে গোল করেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু। ৩৩তম মিনিটে জিরু নিজের দ্বিতীয় ও ৪৫তম মিনিটে মার্কাস আলোন্সো গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে চেলসি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধারা অব্যাহত রাখে কোচ মাউরিজিও সারির দল। ৫৯তম মিনিটে জিরু হ্যাটট্রিক পূরণ করেন। শেষভাগে ক্যালাম হাডসন ওডোইয়ের গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা। আগামী ১১ এপ্রিল চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগের বিপক্ষে শেষ আটের প্রথম লেগে মাঠে নামবে সারির শিষ্যরা।

অন্য ম্যাচে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দাপুটে জয় তুলে নেয় আর্সেনাল। রেঁনের জালে বিরতির আগে দুটি ও পরে এক গোল করে কোচ উনাই এমেরির দল।

গানারদের হয়ে গ্যাবনের তারকা পিয়েরে এমেরিক অবামেয়াং জোড়া গোল করেন। অপর গোলটি আসে ইংলিশ মিডফিল্ডার আইনস্লে মেইটল্যান্ড নিলসের পা থেকে। কোয়ার্টারের প্রথম লেগে এপ্রিলের ১১ তারিখে ইতালিয়ান পরাশক্তি নাপোলির বিপক্ষে লড়বে গানাররা।

কেএ