• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা প্রিমিয়ার লিগ

জিয়ার নৈপুণ্যে ১০৬ রান করেও জয় পেল শেখ জামাল

  ক্রীড়া প্রতিবেদক

১৪ মার্চ ২০১৯, ১৮:২০
জিয়াউর রহমান
জিয়াউর রহমান (ছবি : সংগৃহীত)

জিয়াউর রহমানের নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাত্র ১০৬ রান করেও রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর পর খেই হারায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলটির ইনিংস। শেষ পর্যন্ত ১২ রানে লো স্কোরিং ম্যাচটি জিতে নেয় শেখ জামাল।

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠায় শাইনপুকুর। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ছন্দপতন ঘটে শেখ জামালের। তৃতীয় উইকেট জুটিতে ভারতীয় রিক্রুট পুনিত বিস্ত ও তারকা ব্যাটসম্যান নাসির হোসেন মিলে প্রতিরোধের চেষ্টা চালিয়েছিলেন।

কিন্তু দলীয় ৪৭ রানে নাসির আউট হলে মড়ক লাগে শেখ জামালের ইনিংসে। পরের বলেই দলকে মহাবিপদে ফেলে সাজঘরে ফেরেন অধিনায়ক নুরুল হাসান সোহানও। এই চাপ থেকে আর মুক্ত হতে পারেনি তারা। অলরাউন্ডার জিয়া ৫৮ বলে ৪১ রানের ইনিংসই যা মান বাঁচায় শেখ জামালের! ৩৫.১ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় তারা। শাইনপুকুরের তরুণ তুর্কি সাব্বির হোসেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৮ রানে ৪ উইকেট নেন। উদীয়মান বাঁহাতি পেসার শরিফুল ইসলামের ঝুলিতে যায় ৩ উইকেট।

অল্প রান তাড়ায় শাইনপুকুরের শুরুটা হয়েছিল ভালো। কিন্তু ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর শেখ জামালের সালাউদ্দিন শাকিল ও জিয়াউর রহমানের বোলিং তোপে ২৯ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। ইনিংসে বিশের কোঠায় পৌঁছাতে পারেন কেবল সাব্বির। সর্বোচ্চ ২৬ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে।

শেখ জামালের হয়ে বল হাতে জিয়া লিস্ট 'এ' ক্যারিয়ারে সেরা বোলিংয়ে ২৩ রানে ৫ উইকেট পান। সালাউদ্দিন শাকিল নেন ৪ উইকেট। ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখানোয় ম্যাচ সেরার পুরস্কার ওঠে জিয়ার হাতে।

শাইনপুকুরকে হারিয়ে আসরে প্রথম জয়ের মুখ দেখেছে শেখ জামাল। প্রতিযোগিতায় ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে অবস্থান ধানমন্ডির ক্লাবটির। আর ৩ ম্যাচ খেলে এখনও কোনো জয়ের দেখা না পেয়ে তালিকার ১১ নম্বরে শাইনপুকুর।

সংক্ষিপ্ত স্কোর :

শেখ জামাল : ১০৬ (৩৫.২ ওভার)

শাইনপুকুর : ৯৪/১০ (২৯ ওভার)

ফল : শেখ জামাল জয়ী ১২ রানে।

ম্যান অব দ্য ম্যাচ : জিয়াউর রহমান।

কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড