• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রাতে বায়ার্ন-লিভারপুল দ্বৈরথ

  ক্রীড়া ডেস্ক

১৩ মার্চ ২০১৯, ১৫:৩১
বায়ার্ন মিউনিখ
অনুশীলনে বায়ার্নের ফুটবলাররা (ছবি : সংগৃহীত)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের (শেষ ষোলো) ফিরতি লেগে রাতে লিভারপুলকে মোকাবেলা করবে বায়ার্ন মিউনিখ। বুধবার বাংলাদেশ সময় রাত ২ টায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু হবে দুদলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি।

প্রথম লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে গোলশূন্য ড্র করেছিল দুদল। তাই কোয়ার্টার ফাইনালে উঠতে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে বায়ার্ন ও লিভারপুলকে।

মুখোমুখি লড়াইয়ে বায়ার্নের চেয়ে বেশ এগিয়ে রয়েছে লিভারপুল। মোট আটবারের দেখায় পাঁচ ম্যাচেই জয়ের মুখ দেখেছে অলরেডরা। ড্র হয়েছে দুটি। বাকি একটিতে জিতেছে বাভারিয়ানরা। তবে প্রতিযোগিতার ফাইনালে লিভারপুলকে হারিয়ে শিরোপা জয়ে সুখস্মৃতি রয়েছে বায়ার্ন মিউনিখের। ১৯৭১ সালের ফাইনালে জার্ড মুলার ও হোনেসের গোলে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।

এছাড়া ১৯৮০/৮১ মৌসুমের সেমিফাইনালে বায়ার্নের সঙ্গে দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় থাকার পরও অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে উঠেছিল লিভারপুল। এরপর ফাইনালে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে আসর সেরার মুকুট পরেছিল তারা।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ চার অ্যাওয়ে ম্যচে হেরেছে লিভারপুল। আসরে টানা পাঁচবার প্রতিপক্ষের মাঠে হারের শঙ্কায় এর আগে কখনওই পড়েনি দলটি। অন্যদিকে টানা অষ্টমবারের মত কোয়ার্টারে ওঠার মাইলফলকের সামনে দাঁড়িয়ে কোচ নিকো কোভাচের বায়ার্ন।

কেএ