• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়নস লিগের হারের ক্ষত ভুলে পিএসজির বড় জয়

  অধিকার ডেস্ক    ১৩ মার্চ ২০১৯, ১২:৪৯

পিএসজি
জয় উল্লাসে পিএসজির খেলোয়াড়রা; (ছবি : সংগৃহীত)

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ঘর থেকে বিদায় নিয়েছিল ফরাসি ক্লাব পিএসজি। এই হারের ক্ষত ভুলে জয়ে ফিরেছে তারা। লিগ ওয়ানে দিজোঁকে উড়িয়ে দিল পিএসজি।

মঙ্গলবার (১২ মার্চ) দিজোঁকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ ওয়ানের শীর্ষে ১৭ পয়েন্টের ব্যবধান বাড়ালো পিএসজি।

ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে দেন মারকুইনহোস। অ্যাঙ্গেল ডি মারিয়া দারুণ কর্নারে হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস।

১-০ গোলের লিড নিয়ে পিএসজি প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন। ডি মারিয়ার বানিয়ে দেওয়া বলে বিরতির কিছুক্ষণ আগে টোকা দিয়ে গোল করেন কিলিয়ান এমবাপে।

ম্যাচের ৫০তম মিনিটে ডি মারিয়ার দুর্দান্ত ফ্রি-কিক থেকে ৩-০ করে পিএসজি। এমবাপের শট গোলপোস্টে আঘাত করে ফিরলে এরিক ম্যাক্সিম চোপু-মোতিংয়ের গোলে বড় জয় নিশ্চিত করে তারা।

২৭ ম্যাচে ২৪ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট হলো ৭৪। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৫৭।

এএপি