• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন জার্সিতে আসছে আর্জেন্টিনা

  অধিকার ডেস্ক    ১০ মার্চ ২০১৯, ১৪:১২

আর্জেন্টিনা
আর্জেন্টিনার নতুন জার্সি; (ফুটি হেডলাইনস )

১৪ জুন থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আমেরিকার জনপ্রিয় প্রতিযোগিতা কোপা আমেরিকায় নতুন জার্সি পরে মাঠ কাঁপাতে দেখা যাবে আর্জেন্টিনার খেলোয়াড়দের। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ কলম্বিয়ার বিরুদ্ধে আগামী ১৫ জুন। আর এই ম্যাচের মধ্য দিয়েই আলবিসেলেস্তেদের নতুন জার্সি উন্মোচন হবে।

কেমন হতে যাচ্ছে আর্জেন্টিনার নতুন জার্সি? আর্জেন্টিনার আগের জার্সিতে ছিল সাদা রঙের উপর আকাশী-নীল দাগ। জার্সির আকাশী-নীল দাগগুলো এবারও রয়েছে। তবে সেগুলো কিছুটা আঁকাবাঁকা। আনুষ্ঠানিকভাবে এই জার্সি এখনো প্রকাশ করা হয়নি।

তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো এরই মধ্যে মেসিদের নতুন জার্সির ছবি বাজারে ছেড়ে দিয়েছে। কীভাবে কোথায় তারা এই জার্সি পেলো সেটা অবশ্য বলা মুশকিল। তবে এবার কোপা আমেরিকায় মেসিরা কোন জার্সিতে খেলবেন, তা এখনই জানা হয়ে গিয়েছে ভক্তদের।

১৯১৬ সাল থেকে আয়োজিত কোপা আমেরিকার প্রতিযোগিতায় ১২টি দল অংশ নিলেও এবারের আসরে খেলবে ১৬টি দল। এই প্রতিযোগিতায় উরুগুয়ে সবচেয়ে বেশি ট্রফি জিতেছে, ১৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরে জিতলেই উরুগুয়ের সঙ্গে বসবে আলবিসেলেস্তেরা। সেই লক্ষ্যে এরই মধ্যে ৩৩ সদস্যর দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। যেখানে দীর্ঘ ৯ মাস পর বার্সেলোনার তারকা মেসি ফিরেছেন।

আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক: আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেসে),এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

ডিফেন্ডার: হেরমান পেজ্জালা (ফিওরেন্তিনা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), হুয়ান ফয়েথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি),ওয়াল্টার কানেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস অ্যাকুনা (স্পোর্টিং লিসবন), গঞ্জালো মনতিয়েল (রিভার প্লেট), রেনজো সারাভিয়া (রেসিং ক্লাব), লিসান্দ্রো মার্টিনেজ (ডিফেন্সা হুস্তিসিয়া) ।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেজ (পিএসজি), গুইদো রদ্রিগেজ (আমেরিকা), জিওভান্নি লো চেলসো (রিয়াল বেটিস), মানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি), মাতিয়াস জারাক্কো (রেসিং ক্লাব), আইভান মার্কোনে (বোকা জুনিয়র্স), ডোমিঙ্গো ব্লাঙ্কো (ডিফেন্সা হুস্তিসিয়া), রদ্রিগো দে পল (উদিনেজে)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)।

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড