• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরোপা লিগে আর্সেনালের বড় হার 

  খেলাধুলা ডেস্ক

০৮ মার্চ ২০১৯, ১০:৩৪
হতাশা নিয়েই মাঠ ছাড়ে আর্সেনালের ফুটবলাররা; (ছবি : সংগৃহীত)

অ্যাওয়ে ম্যাচে এগিয়ে গিয়েও বড় ব্যবধানে হেরেছে আর্সেনাল। নকআউট পর্বের প্রথম লেগেই এসে পথ হারাল তারা। ইংলিশ জায়ান্ট ক্লাবটিকে চমকে দিয়ে উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল রেন।

বৃহস্পতিবার রোয়াজন পার্কে রাতে শেষ ষোলোর প্রথম লেগে গানারদের ৩-১ গোলে হারিয়েছে ফরাসি এই ক্লাবটি। এবারই প্রথম ফরাসি কোনো ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হার দেখল ইংলিশ জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রাখে আর্সেনাল। তারই ফলস্বরূপ খেলার তৃতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা। গোলদাতা আলেক্স আইয়োবির। বাঁকানো ক্রস শট দূরের পোস্টে লেগে বল জালে জড়ায়।

১-০ গোলে এগিয়ে গেলেও বেশিক্ষণ এগিয়ে রাখতে পারেনি আর্সেনাল। ম্যাচের ৪২তম মিনিটে বেঞ্জামিন বোরিগেদের গোলে সমতা ফেরায় লিগ ওয়ান দল। এর তিন মিনিট পরই ফরাসি ফরোয়ার্ড ইসমাইলাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গ্রিক ডিফেন্ডার সক্রেতিস পাপাস্তাপোলুস। ১০ জনের দলে নেমে আসে আর্সেনাল।

সেই ধাক্কা আর সামলে উঠা হয়নি। যার ফলশ্রুতিতে ম্যাচের ৬৫তম মিনিটে নাচো মনরিয়েল গোলে আরও পিছিয়ে পড়ে গানাররা। তারপর ৮৮তম মিনিটে ইসমাইলার গোলে নিশ্চিত হয়ে যায় রেনের বড় জয়।

বৃহস্পতিবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে ফরাসি ক্লাবটি।

এএপি