• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে টটেনহ্যাম

  অধিকার ডেস্ক    ০৬ মার্চ ২০১৯, ১১:২৬

হ্যারি কেন; (ছবি : টটেনহ্যাম টুইটার )

ঘরের মাঠে জয়ের পর অ্যাওয়ে ম্যাচেও জয় ছিনিয়ে নিল ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো হ্যারি কেনরা। এর আগে ঘরের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল ইংলিশরা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে প্রথম লেগে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে হতো ডর্টমুন্ডকে। সেটি হওয়া তো দূরের কথা উল্টো হেরতে হয়েছে। প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে বরুশিয়াকে হারিয়েছিল টটেনহ্যাম। দ্বিতীয় লেগের ম্যাচে মঙ্গলবার (৫ মার্চ) কেনের একমাত্র গোলে বুন্দেশলিগার শীর্ষে থাকা ডর্টমুন্ডকে হারাল তারা।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল দুদলের খেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মৌসা সিসোকোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ তারকা কেন। এই নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় ২৪তম গোল করলেন কেন। টটেনহ্যামের জার্সি গায়ে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।

এরপর অবশ্য স্কোরলাইনে কোনো পরিবর্তন হয়নি। দুই লেগ মিলিয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়ে ২০১১ সালের পর আবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে টটেনহ্যাম।

এএপি