• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাইনালে বার্সেলোনার সামনে ৭ বারের চ্যাম্পিয়নরা

  অধিকার ডেস্ক    ০১ মার্চ ২০১৯, ২০:৫১

লিওনেল মেসি
বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি (ছবি : সংগৃহীত)

স্প্যানিশ কোপা দেল রের ২০১৮-১৯ মৌসুমের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষের নামও এরই মধ্যে জেনে গেছে তারা। রিয়াল বেতিসকে বিদায় করে প্রতিযোগিতার ফাইনালে নাম লিখিয়েছে ভ্যালেন্সিয়া।

বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ মেস্তায়ায় রদ্রিগো মোরেনোর লক্ষ্যভেদে ১-০ গোলে জিতেছে ভ্যালেন্সিয়া। বেতিসের মাঠে প্রথম লেগ ড্র হয়েছিল ২-২ গোলে। ফলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ২০০৮ সালের পর প্রথমবারের মতো কোপার ফাইনালে উঠেছে দলটি। তাদের সাত শিরোপার সবশেষটি ওইবারই জিতেছিল ভ্যালেন্সিয়া।

অন্যদিকে আরেক সেমিতে রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে হারানো বার্সা কোপা দেল রের রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়ন। প্রতিযোগিতাটির ইতিহাসের সবচেয়ে সফল দলটি টানা ষষ্ঠবারের মতো ফাইনালে পা রেখেছে। আগের পাঁচ মৌসুমের চারটিতেই শিরোপার স্বাদ নিয়েছে তারা।

প্রায় তিন মাস পর আগামী ২৬ মে ফাইনালে বেতিসের মাঠ বেনিতো ভিয়ামেরিনে লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা মুখোমুখি হবেন ভ্যালেন্সিয়ার। শক্তির বিচারে ধারে-কাছে না থাকলেও ভ্যালেন্সিয়াকে সহজ প্রতিপক্ষ হিসেবে ভাববার সুযোগ নেই কাতালানদের!

চলতি লা লিগায় ভ্যালেন্সিয়াকে হারাতে পারেনি বার্সেলোনা। দুদলের মাঠে দুটি ম্যাচই শেষ হয়েছে অমীমাংসিতভাবে। তবে বার্সা যেখানে পয়েন্ট তালিকার শীর্ষে সেখানে ভ্যালন্সিয়ার অবস্থান নয়ে। লিগে খেলা ২৫ ম্যাচের ১৫টিই যে ড্র করেছে তারা!

এসএইচ