• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিয়ালকে উড়িয়ে ফাইনালে বার্সেলোনা

  অধিকার ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৯
বার্সেলোনা
বার্সেলোনার গোল উদযাপন (ছবি : সংগৃহীত)

ম্যাচের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের গোলমুখে বার্সেলোনার আক্রমণগুলো ছন্দ খুঁজে পায়নি। কিন্তু বিরতির পর তৈরি হওয়া সুযোগগুলো কাতালানরা নেয় লুফে। দ্বিতীয়ার্ধে ২৩ মিনিটের মধ্যে তিনবার রিয়ালের জালে বল জড়িয়ে ফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়ে বার্সা।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। ন্যু ক্যাম্পে প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে টানা ষষ্ঠবারের মতো কোপা দেল রের ফাইনালে নাম লেখায় বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসি-ফিলিপ কৌতিনহোরা।

ম্যাচে জোড়া গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ম্যাচের ৫০ ও ৭৩তম মিনিটে দুবার লক্ষ্যভেদ করেন তিনি। পরের গোলটি আসে স্পট কিক থেকে। এর মাঝে ৬৯তম রিয়ালের বিশ্বকাপ জয়ী ফরাসি ডিফেন্ডার মিনিটে রাফায়েল ভারানের পা থেকে আসে আত্মঘাতী গোল।

আগামী ২৬ মে কোপা দেল রের ফাইনালে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা মুখোমুখি হবে রিয়াল বেতিস কিংবা ভ্যালেন্সিয়ার। এই দুদল অপর সেমির দ্বিতীয় লেগে আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মাঠে নামবে। বেতিসের মাঠে আগের ম্যাচটি ড্র হয়েছিল ২-২ ব্যবধানে।

এমএ