• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওল্ড ট্র্যাফোর্ডে উত্তাপের ম্যাচ গোলশূন্য ড্র

  অধিকার ডেস্ক    ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৩

লিভারপুল, ম্যানইউ
বল দখলের চেষ্টায় লিভারপুল ও ম্যানইউর খেলোয়াড়রা; (ছবি : সংগৃহীত)

উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আভাস দিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলকে স্বাগত জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে শিরোপা প্রত্যাশী লিভারপুলকে জিততে দেয়নি ওলে গুনার শুলসারের শিষ্যরা। হাইভোল্টেজ এই ম্যাচে অলরেডদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ।

লিভাপুলের সঙ্গে ম্যানইউর পয়েন্ট ভাগাভাগির দিনে জয় পেয়েছে আর্সেনাল। তারা ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। এমন জয়ে ম্যানইউকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে গার্নার্সরা। অবশ্য ম্যানইউর সঙ্গে পয়েন্ট ব্যবধান খুব বেশি নয়, মাত্র ১।

২৭ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড।

তবে এই ম্যাচটি ড্র করায় ক্ষতি হয়েছে লিভারপুলের। তাদের সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার। কিন্তু সেটা হয়নি। ড্র করে ১ পয়েন্ট পাওয়ায় সিটির চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে রয়েছে অলরেডরা।

দুদলের ম্যাচের পুরো সময় খেলোয়াড়দের থেকে ব্যস্ত সময় পার করেছেন মেডিক্যাল স্টাফরা। প্রথমার্ধেই চার খেলোয়াড় ইনজুরিতে মাঠ ছেড়েছেন, যার তিনজনই ম্যানইউর!

এএপি