• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরোপা লিগের শেষ ষোলোতে পাঁচ বারের চ্যাম্পিয়ন সেভিয়া

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪২

সেভিয়া-উইসাম বেন ইয়েদার
দুই লেগেই গোল পেয়েছেন উইসাম বেন ইয়েদার (ছবি : সেভিয়া টুইটার)

উয়েফা ইউরোপা লিগের চলমান ২০১৮-১৯ মৌসুমের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন সেভিয়া।

বুধবার রাতে স্প্যানিশ ক্লাব সেভিয়া তাদের ঘরের মাঠ র‍্যামন সানচেজ পিকুয়ানে শেষ বত্রিশের দ্বিতীয় লেগের ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব লাৎসিওকে।

প্রথম লেগে লাৎসিওর মাঠে বেন ইয়েদারের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল সেভিয়া। ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয়ে পরের রাউন্ডে উঠেছে তারা।

ম্যাচের দুই অর্ধে সেভিয়ার হয়ে একটি করে গোল করেন ফরাসি ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদার ও স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া।

২০তম মিনিটে বেন ইয়েদারের গোলে পিছিয়ে পড়া লাৎসিও ম্যাচে ফেরার লাইফলাইন পায় ৬০তম মিনিটে। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সেভিয়ার আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাঙ্কো ভাসকেস।

কিন্তু সুযোগ হেলায় নষ্ট করে লাৎসিও। সেভিয়াকে চেপে ধরার বদলে উল্টো নিজেরাও পরিণত হয় দশ জনের দলে।

৭১তম মিনিটে বাজে আচরণের জন্য সরাসরি লাল কার্ড দেখেন অতিথিদের অ্যাডাম মারুসিচ। এরপর ৭৮তম মিনিটে সারাবিয়া দলের পক্ষে দ্বিতীয় গোল করে সেভিয়ার জয় নিশ্চিত করেন।

এমএ