• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গেইল-ওয়েস্ট ইন্ডিজের ছক্কার রেকর্ডের পরও জিতল ইংল্যান্ড

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৬

ক্রিস গেইল
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর কীর্তি গড়লেন ক্রিস গেইল (ছবি : সংগৃহীত)

ধীরে-সুস্থে ব্যাটিং শুরু করা ক্রিস গেইল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফিরলেন চেনা বিধ্বংসী মেজাজে। ১২টি ছয় হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি নিজের করে নিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর রেকর্ড। তার দেখানো পথে হাঁটলেন সতীর্থরাও। তাতে ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার নতুন রেকর্ডও গড়ল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বিফলে গেল সব। জেসন রয় আর জো রুটের জোড়া সেঞ্চুরিতে বিশাল লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের দারুণ জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড।

বুধবার বার্বাডোজের ব্রিজটাউনে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে ৩৬০ রানের জবাবে ৪৮.৪ ওভারে ৪ উইকেটে ৩৬৪ রান তুলে জয় নিশ্চিত করল ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ইউয়িন মর্গানের দল।

গেল বছর জুলাইতে বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে ৫ ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের শহিদ আফ্রিদির পাশে নাম লিখিয়েছিলেন গেইল। এদিন ইংল্যান্ডের বিপক্ষে ১২ ছক্কার প্রথমটি মেরে তিনি টপকে যান আফ্রিদিকে। আন্তর্জাতিক অঙ্গনে তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে ৫১৪ ইনিংসে বাঁহাতি গেইলের ছক্কা এখন ৪৮৮টি। আফ্রিদি ৪৭৬ ছক্কা হাঁকিয়েছিলেন ৫০৮ ইনিংসে।

এদিন ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়ল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে দলটি হাঁকাল ২৩ ছক্কা। তারা ছাড়িয়ে গেল ২০১৪ সালে তাদেরই বিপক্ষে নিউজিল্যান্ডের মারা ২২ ছক্কাকে।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ৩৬০/৮ (৫০ ওভারে) (গেইল ১৩৫, ক্যাম্পবেল ৩০, হোপ ৬৪, হেটমায়ার ২০, পুরান ০, ব্রাভো ৪০, হোল্ডার ১৬, ব্র্যাথওয়েট ৩, নার্স ২৫*, বিশু ৯*; ওকস ২/৫৯, উড ০/৪৯, মইন ০/৮৫, প্লানকেট ০/৫৪, স্টোকস ৩/৩৭, রশিদ ৩/৭৪)

ইংল্যান্ড : ৩৬৪/৪ (৪৮.৪ ওভারে) (রয় ১২৩, বেয়ারস্টো ৩৪, রুট ১০২, মর্গান ৬৫, স্টোকস ২০*, বাটলার ৪*; বিশু ১/৭৮, টমাস ১/৭২, হোল্ডার ২/৬৩, ব্র্যাথওয়েট ০/৬৬, নার্স ০/৬৯, ক্যাম্পবেল ০/১৩)।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড