• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশের বিপক্ষেই রানের চূড়ায় উঠলেন টেইলর 

  অধিকার ডেস্ক    ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০০

রস টেইলর
রস টেইলর; (ছবি : আইসিসি টুইটার)

সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষে ম্যাচে বড় স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটসম্যান রস টেইলর। চেয়েছিলেন টাইগারদের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে ওয়ানডেতে রেকর্ড গড়তে। আর তাই হলো।

মাশরাফি বিন মুর্তজা বাহিনীদের মাথায় কাঁঠাল ভেঙে ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখন টেইলরের ঝুলিতে। বুধবার (২০ ফেব্রুয়ারি) তার রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে কিউইরা।

টাইগারদের সঙ্গে তৃতীয় ওয়ানডেতে ডানেডিনে ৬৯ রান করেন টেইলর। এ ইনিংস খেলার পথে টেইলর শীর্ষস্থানে উঠেছেন। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে টপকে শীর্ষস্থান দখল করলেন টেইলর। ২১৮ ওয়ানডেতে টেলরের রান ৮০২৬। ফ্লেমিং ২৭৯ ওয়ানডে করেছেন ৮০০৭ রান।

কিউইদের হয়ে ২০০৬ সালে ওয়ানডেতে অভিষেক হয় টেইলরের। দীর্ঘ ১৪ বছরের দেশের জার্সি গায়ে ২০টি সেঞ্চুরি ও ৪৭টি অর্ধশতক হাঁকানো এই বিধ্বংসী ব্যাটসম্যানকে নতুন রেকর্ড স্পর্শ করায় স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকা সকল দর্শক অভিনন্দন জানান। ড্রেসিংরুম থেকেও পেয়েছেন করতালি।

এখন টেইলরের সামনে ওয়ানডের পর টেস্টেও শীর্ষে উঠার হাতছানি। ফ্লেমিং টেস্টে ৭১৭২ রান করেছেন। মাত্র ৬৪৯ রানে পিছিয়ে আছেন টেইলর।

আরও পড়ুন : অপেক্ষার যে রেকর্ডে বাংলাদেশে চতুর্থ সাব্বির

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড