• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্যাট কামিন্স : বিশ্বের এক নম্বর টেস্ট বোলার

  অধিকার ডেস্ক    ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৬

প্যাট কামিন্স
প্যাট কামিন্স (ছবি : ক্রিকইনফো)

কাগিসো রাবাদা যখন দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা পোশাকে শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট আদায় করতে প্রাণপণ লড়াই করে যাচ্ছিলেন, তখন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স হয়তো বা পার করছিলেন অলস সময়! কেননা জাতীয় দলের খেলা নেই। আর ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশ থেকেও তার দল সিডনি থান্ডার বিদায় নিয়েছে আগেই। কিন্তু রাবাদার ব্যর্থতা কামিন্সের জন্য বয়ে নিয়ে এসেছে এমন এক আনন্দের উপলক্ষ, যার মধুর স্বাদ আগে পাননি তিনি! শুধু তিনিই নন, গেল ১৩ বছরে পাননি কোনো অস্ট্রেলীয় বোলার!

রবিবার সবশেষ প্রকাশিত আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ডানহাতি পেসার কামিন্সের নাম। ফলে দীর্ঘ অপেক্ষার পর বিশ্বের এক নম্বর টেস্ট বোলার পেয়েছে অস্ট্রেলিয়া। সবশেষ ২০০৬ সালে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা।

গতকাল শনিবার শেষ হওয়া ডারবান টেস্টে লঙ্কানদের কাছে ১ উইকেটের ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৪৫ রানে ৩ উইকেট নেন প্রোটিয়া পেসার রাবাদা। এমন হতাশাজনক পারফরম্যান্স র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান থেকে তাকে ঠেলে দিয়েছে তিনে। ফলে শীর্ষে থাকা ২৫ বছর বয়সী কামিন্সের পরের স্থানটি দখল করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা জেমস অ্যান্ডারসন।

রাবাদার ব্যর্থতার কারণেই কামিন্সের উত্থান এমনটা ভেবে অজি পেসারের অর্জনকে খাটো করার সুযোগ নেই। কেননা নিজের কাজটা ঠিকঠাকভাবেই চালিয়ে যাচ্ছেন তিনি। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ৬ টেস্টে মাঠে নেমে ২৮ উইকেট শিকার করেন কামিন্স। যেখানে তার ক্যারিয়ার বোলিং গড় ২২.০২ সেখানে মাত্র ১৭.৭৮ গড়ে এই উইকেটগুলো নেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ব্রিসবেন টেস্টে ক্যারিয়ার সেরা বোলিংয়ে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন মাত্র ৬২ রানে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। ডারবান টেস্টে ৮ উইকেট নেওয়া তরুণ লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো ২৬ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার সেরা ৪৯তম স্থানে। একই টেস্টে অভিষেকের স্বাদ পাওয়া স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পাওয়ার সুবাদে দখল করেছেন ৬৮তম স্থান। ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডুয়ানে অলিভিয়েরও। তিন ধাপ এগিয়ে উঠেছেন ২২ নম্বরে।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড