• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোহলির সংসারে তরুণ 'তুর্কি' মায়াঙ্ক মারকান্ডে

  অধিকার ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৪

মায়াঙ্ক মারকান্ডে
মায়াঙ্ক মারকান্ডে; (ছবি : সংগৃহীত)

আইপিএলের গেল মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা তরুণ 'তুর্কি' মায়াঙ্ক মারকান্ডে সরাসরি জাতীয় দলে ডাক পেলেন। স্বপ্নের রানওয়েতে ফ্লাইট টেক অফ করার অপেক্ষায় মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা মায়াঙ্ক মাকার্ন্ডে৷

ভারত দলের এক নম্বর স্পিনার কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। এতেই সুযোগ পেয়েছেন ২১ বছরের এই তরুণ লেগ স্পিনার মারকান্ডে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে স্পিন মায়াজালে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ। সেই সুবাদেই ইনিংস ও ৬৮ রানে ইংল্যান্ড লায়ন্সকে দ্বিতীয় বেসরকারি টেস্টে হারাল ভারতীয় এ দল।

স্পিন মায়াজালে এমন ভেল্কি দেখানোর পর পুরো ভারতে শিরোনাম জুড়ে তরুণ স্পিনার। এতেই জাতীয় দলের ডাকও এসে গেল হাতে নাতে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টি-টুয়েন্টির পাশাপাশি শুক্রবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্রাম শেষে দুই দলেই ফিরেছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও যাদবকে বিশ্রামে দিয়ে কোহলির সংসারে নতুন করে যোগ হয়েছেন মায়াঙ্ক।

জাতীয় দলে সুযোগ পাওয়ার নিয়ে মায়াঙ্ক বলেন, ‘দেশের জার্সি গায়ে চাপানোটা প্রত্যেক ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো। আমার ক্ষেত্রে এটা অনেক তাড়াতাড়িই এসেছে। এত দ্রুত দেশের জার্সিতে ডাক পাব বলে আশা করিনি। আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় পা রাখার সুযোগটা এত তাড়াতাড়ি এসে পড়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করছি৷’

আগামী ২৪ ও ২৭ ফেব্রুয়ারি দুটি টি-টুয়েন্টি খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ২ থেকে ১৩ মার্চ পর্যন্ত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কৌল, মায়াঙ্ক মারকান্ডে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, বিজয় শঙ্কর, ঋষভ পন্ত, সিদ্ধার্থ কৌল (প্রথম দুই ম্যাচ), ভুবনেশ্বর কুমার (শেষ তিন ম্যাচ)।

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড