• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিউইদের ২২৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৭

নিউজিল্যান্ড
বাংলাদেশের দেওয়া ২২৭ রানে জবাবে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড; (ছবি : সংগৃহীত)

আবারো নিউজিল্যান্ডের পেস বোলিংয়ের সামনে ধুঁকল বাংলাদেশের ব্যাটিং। তিন ম্যাচ সিরিজের প্রথমটি হেরে যাওয়ায় ক্রাইস্টচার্চে বাংলাদেশ নেমেছে সিরিজ বাঁচাতে। নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চ- বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রনাট্য একটুই বদলায়নি। টপ অর্ডারের ছন্নছাড়া ব্যাটিংয়ের ফলে প্রথম ম্যাচের চেয়ে কম স্কোরে অলআউট হতে হলো বাংলাদেশকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীরা ৪৯.৪ ওভারে অলআউট হয়েছে ২২৬ রানে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে নিউজিল্যান্ডের চাই ২২৭ রান।

শনিবার ভোর চারটায় শুরু হওয়া দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম সাত ওভারের মধ্যেই হারিয়ে ফেলে দুই ওপেনারকে লিটন দাস (৪ বলে ১), তামিম ইকবাল (২৮ বলে ৫)।

দলকে খেলায় ফেরাতে স্বাভাবিক খেলার চেষ্টা করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। ভালোই খেলছিলেন তারা। তবে হঠাৎই দুর্ভাগ্য নেমে আসে টাইগারদের শিবিরে। কলিন ডি গ্রান্ডহোমের বলে ওয়াইড স্লিপে দাঁড়িয়ে থাকা রস টেইলরকে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ফেরার আগে ২৩ বলে ২২ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।

সৌম্য বিদায়ের পর মুশফিকুর রহিম (২৪) ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি। মাহমুদউল্লাহও (৭) বেরোতে পারেননি ব্যর্থতার বৃত্ত ভেঙে। এতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

৯৩ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে, তখন আরেকবার ত্রাতা হয়ে আবির্ভূত মোহাম্মদ মিঠুন। নেপিয়ারের মতোই দলকে টেনে তোলেন হাফসেঞ্চুরি করে। তার ৫৭ রানের সঙ্গে সাব্বির রহমানের ৪৩ রানে ভর দিয়ে বাংলাদেশের স্কোর ২০০ ছাড়ায়।

ব্যাক টু ব্যাক ফিফটি পাওয়া মিঠুন দলকে যখন এগিয়ে নিচ্ছিলেন। হুট করেই আচমকা ছন্দপতন। টম অ্যাস্টলের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৬৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৭ রানের নান্দনিক ইনিংস খেলেন এ মিডলঅর্ডার। এছাড়াও ষষ্ঠ উইকেটে সাব্বিরকে সঙ্গে নিয়ে মিঠুন গড়েন ইনিংস সর্বোচ্চ ৭৫ রানের জুটি।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ১৬, মাশরাফি বিন মুর্তজা ১৩ ও সাইফউদ্দিন করেন ১০ রান। আর মুস্তাফিজুর রহমান অপরাজিত থাকেন ৫ রানে।

১০ ওভারে ৪৩ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার ফার্গুসন। ২টি করে উইকেট নেন অ্যাস্টল ও নিসাম। সূত্র : ক্রিকইনফো

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড