• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এম্বুলদেনিয়ার কীর্তির পরও অস্বস্তিতে শ্রীলঙ্কা

  অধিকার ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০২

লাসিথ এম্বুলদেনিয়া
লাসিথ এম্বুলদেনিয়া (ছবি : সংগৃহীত)

দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে এগোতে থাকা দক্ষিণ আফ্রিকা শেষ ৫ উইকেট হারায় ৮ রানের মধ্যে। তাদের দ্রুতই অলআউট করে দিয়ে অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। তবুও দিনের শেষে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছে শ্রীলঙ্কা।

সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৩০৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮৩ রান তুলেছে শ্রীলঙ্কা। উইকেটে আছেন ওশাদা ফার্নান্দো ২৮ ও কুসল পেরেরা ১২ রানে। হাতে ৭ উইকেট নিয়ে জয়ের জন্য আরও ২২১ রান দরকার লঙ্কানদের। ফলে ম্যাচের পাল্লা হেলে আছে দক্ষিণ আফ্রিকার দিকে।

ডারবানে ৪ উইকেটে ১২৬ রান নিয়ে শুক্রবার খেলতে নেমেছিল প্রোটিয়ারা। হাফসেঞ্চুরি হাঁকিয়ে কুইন্টন ডি কক বিদায় নিলেও দ্বিতীয় দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি হাঁটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ভারনন ফিল্যান্ডারের সঙ্গে তার ৬০ রানের জুটি ভাঙার পর ধসে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ।

৫ উইকেটে ২৫১ রান থেকে ২৫৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ডু প্লেসি ৯০ রানে সাজঘরে ফেরেন। ২২ বছর বয়সী এম্বুলদেনিয়া ৫ উইকেট নেন ৬৬ রানে। লঙ্কানদের আরেক তরুণ পেসার বিশ্ব ফার্নান্দো প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ২৩৫

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১৯১

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : (আগের দিন শেষে ১২৬/৪) ২৫৯ (৭৯.১ ওভারে) (ডু প্লেসি ৯০, ডি কক ৫৫, ফিল্যান্ডার ১৮, মহারাজ ৪, রাবাদা ০, স্টেইন ১, অলিভিয়ের ২*; লাকমল ০/৫২, বিশ্ব ৪/৭১, রাজিথা ১/৫৪, এম্বুলদেনিয়া ৫/৬৬, ডি সিলভা ০/৮, ওশাদা ০/৬)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ৩০৪) ৮৩/৩ (২৮ ওভারে) (করুনারত্নে ২০, থিরিমান্নে ২১, ওশাদা ২৮*, কুসল মেন্ডিস ০, কুসল পেরেরা ১২*; স্টেইন ১/১৯, ফিল্যান্ডার ১/১৩, মহারাজ ০/১৪, রাবাদা ১/২৮, অলিভিয়ের ১/৩, মার্করাম ০/৪)।

এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড