• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্টেইনের দুর্দান্ত বোলিংয়ে লিড পেল দক্ষিণ আফ্রিকা

  অধিকার ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৭

ডেল স্টেইন
দক্ষিণ আফ্রিকার তারকা ডেল স্টেইন (ছবি : আইসিসি টুইটার)

ডারবান টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার একমাত্র উইকেটটি তুলে নেওয়া ডেল স্টেইন দ্বিতীয় দিনে সাজঘরে পাঠালেন আরও তিন ব্যাটসম্যানকে। তার দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে পাওয়া ৪৪ রানের গুরুত্বপূর্ণ লিডকে বাড়িয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার কিংসমিডে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৬ রানে তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিক প্রোটিয়ারা। উইকেটে আছেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ২৫ ও কুইন্টন ডি কক ১৫ রানে। হাতে ৬ উইকেটে নিয়ে ১৭০ রানে এগিয়ে আছে দলটি।

এর আগে প্রথম দিনের ১ উইকেটে ৪৯ রান নিয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তাদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন কুসল পেরেরা।

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার স্টেইন ২০ ওভারে ৭ মেডেনসহ ৪ উইকেট নেন ৪৮ রানে। এছাড়া ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদা নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর : (দ্বিতীয় দিন শেষে)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ২৩৫

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : (আগের দিন শেষে ৪৯/১) ১৯১ (৫৯.২ ওভারে) (করুনারত্নে ৩০, ওশাদা ১৯, কুসল মেন্ডিস ১২, কুসল পেরেরা ৫১, ডিকভেলা ৮, ডি সিলভা ২৩, লাকমল ৪, এম্বুলদেনিয়া ২৪, রাজিথা ১২, বিশ্ব ১*; স্টেইন ৪/৪৮, ফিল্যান্ডার ২/৩২, রাবাদা ২/৪৮, অলিভিয়ের ১/৩৬, মহারাজ ০/১৬, এলগার ০/৫)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : ১২৬/৪ (৩৭ ওভারে) (এলগার ৩৫, মার্করাম ২৮, আমলা ১৬, বাভুমা ৩, ডু প্লেসি ২৫*, ডি কক ১৫*; লাকমল ০/২৫, বিশ্ব ১/৩২, রাজিথা ১/৩১, এম্বুলদেনিয়া ২/৩৬)।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড