• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও নিষিদ্ধ গ্যাব্রিয়েল

  অধিকার ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪১

শ্যানন গ্যাব্রিয়েল
শ্যানন গ্যাব্রিয়েল; (ছবি : আইসিসি টুইটার)

বেশি দিন আগের কথা নয় গেল নভেম্বরে বাংলাদেশ সফরে মিরপুর টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শ্যানন গ্যাব্রিয়েল। এবার ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে ‘সমকামী’ বলার দায়ে চার ওয়ানডের জন্য নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার।

শাস্তির কারণে ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচে খেলা হচ্ছে না গ্যাব্রিয়েলের। পাশাপাশি ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানাও গুনতে হবে ৩০ বছর বয়সী ফাস্ট বোলারকে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার শেষ হওয়া সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে। রুট ও জো ডেনলির সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন গ্যাব্রিয়েল। স্টাম্প মাইকে শোনা যায়, রুট গ্যাব্রিয়েলকে বলছেন, ‘এটাকে অপমানসূচক বাক্য হিসেবে বলা উচিত না। সমকামী হওয়া দোষের কিছু না।’

যদিও ঘটনার সময় পরিস্থিতি সামাল দিয়েছিলেন আম্পায়াররা। তবে এটি নিয়ে তোলপাড় হলে ভিডিও ফুটেজ দেখার পর গ্যাব্রিয়েলের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার আনুষ্ঠানিক অভিযোগ আনে আইসিসি। ম্যাচ শেষে সেই অভিযোগ মেনে নেন গ্যাব্রিয়েল, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড