• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিচ্ছে অচেনা শ্রীলঙ্কা

  অধিকার ডেস্ক    ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৬

শ্রীলঙ্কা
দক্ষিণ আফ্রিকার উইকেট পতনের পর শ্রীলঙ্কার উল্লাস (ছবি : আইসিসি টুইটার)

ডারবানে টসে হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও ভালো হয়নি। পুনর্গঠনের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কা দলের অচেনা বোলাররাই কাঁপন ধরিয়ে দিয়েছেন প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপে। তাতে মধ্যাহ্ন বিরতির আগেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।

বুধবার দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখার সময় প্রথম সেশনের খেলা শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৮৯ রান। মধ্যাহ্ন বিরতির ঠিক আগের বলে ব্যক্তিগত ৩৫ রানে সাজঘরে ফেরেন দলটির অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। অপরাজিত ৩৮ রান নিয়ে মাঠ ছাড়েন টেন্ডা বাভুমা।

বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়া সুরঙ্গা লাকমলের সঙ্গী হিসেবে লঙ্কানরা এ ম্যাচের একাদশে রেখেছে বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাসিথ এম্বুলদেনিয়াকে। এই তিনজনের সম্মিলিত অভিজ্ঞতা মাত্র সাতটি টেস্টের! এর মধ্যে বাঁহাতি স্পিনার এম্বুলদেনিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে এই ম্যাচে। তার পাশাপাশি অভিষেকের স্বাদ পাচ্ছেন আরও একজন- ডানহাতি ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দো।

ওপেনিং ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের নেতৃত্বে খেলতে নামা এই টেস্টের দ্বিতীয় ওভারেই সাফল্য পায় শ্রীলঙ্কা। বিশ্ব সাজঘরে পাঠান ডিন এলগারকে (০)। তখনও দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে কোনো রান ওঠেনি। সপ্তম ওভারে তিনে নামা হাশিম আমলাকে (৩) বিদায় করেন অভিজ্ঞ লাকমল। স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেন কুসল মেন্ডিস। পরের ওভারে বিশ্ব নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন এইডেন মার্করামকে (১১)।

দলীয় ১৭ রানের মধ্যে তিন টপ অর্ডার ব্যাটসম্যানের বিদায়ে চাপে পড়া দক্ষিণ আফ্রিকার হাল ধরেন বাভুমা ও ডু প্লেসি। প্রথম সেশনের পানি পানের বিরতির পর তারা চড়াও হয়ে খেলতে থাকেন। তাতে ১৭তম ওভারে পঞ্চাশ রান পূরণ করা স্বাগতিকরা ২৬তম ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলে একশ রান।

তবে এই জুটিকে শ্রীলঙ্কার জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠতে দেননি রাজিথা। ডু প্লেসিকে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলার ক্যাচ বানিয়ে ভাঙেন ৭২ রানের জুটি। শুরুতে লঙ্কানদের আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার। এরপর সফরকারীরা রিভিউ নিলে দেখা যায়, বল ডু প্লেসির ব্যাট ছুঁয়েই জমা পড়েছে উইকেটরক্ষকের হাতে।

সংক্ষিপ্ত স্কোর : (মধ্যাহ্ন বিরতি পর্যন্ত)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৮৯/৪ (২৪.২ ওভারে) (মার্করাম ১১, এলগার ০, আমলা ৩, বাভুমা ৩৮*, ডু প্লেসি ৩৫; লাকমল ১/৬, বিশ্ব ফার্নান্দো ২/৩১, রাজিথা ১/৩৫, করুনারত্নে ০/৯, এম্বুলদেনিয়া ০/৭)।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড