• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরাজের পর মাহমুদউল্লাহর আঘাত

  অধিকার ডেস্ক    ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৬

নিউজিল্যান্ড
হেনরি নিকোলস; (ছবি : সংগৃহীত)

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ম্যাকলিন পার্কে বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের জবাবে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৩২ ওভারে ১৫৩/২, (গাপটিল ৮১*, টেইলর ৬*)।

মিরাজের পর মাহমুদউল্লাহর আঘাত

ইনিংসের ২৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ফিরেছেন হেনরি নিকোলস (৫৩)। ওপেনিং জুটি ভাঙলে উইকেটে আসেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এসেই মাহমুদউল্লাহ রিয়াদের বলে এলবিডব্লিউতে সাজঘরে ফিরেছেন। ২২ বলের দেখায় করেছেন মাত্র ১১ রান।

মিরাজে শুরু টাইগারদের

হেনরি নিকোলসকে ফিরিয়ে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। ইনিংসের ২৩তম ওভারের মিরাজের করা তৃতীয় বলে উইকেট ছেড়ে মারতে এসে ইনসাইড এজ হয়ে ফিরেছেন এই ওপেনার। বাংলাদেশের দেওয়া ২৩৩ রানে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে দেখে শুনে দুই ওপেনার মার্টিন গাপটিল ও নিকোলস উড়ন্ত সূচনা করেছিলেন।

দুই ওপেনার মিলে বিনা উইকেটেই ১০০ রান তুলে ফেলেছিল। এরপরই খেই হারালেন নিকোলস। ফেরার আগে তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি (৫৩)।

সাবধানী শুরু কিউইদের

সফরকারী বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। একে বারে শুরু থেকেই দেখে-শুনে খেলছেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। কোনো ধরণের ঝুঁকি নিচ্ছেন না দুই ওপেনারের কেউই। এরই মধ্যে দলীয় অর্ধশত রান করে ফেলেছেন তারা।

১৬ ওভারে কিউইদের স্কোর ৬৮/০। গাপটিল ৩৫ ও নিকোলস ৩১ রানে ব্যাট করছেন।

টাইগারদের সংগ্রহ ২৩২ রান

এক সময়ে দেড়শ রানই মনে হচ্ছিল দূরের পথ। কিন্তু মিঠুন ও সাইফের দৃঢ়তায় বাংলাদেশ দুইশ পেরিয়েছে। তাদের অনবদ্য ব্যাটিংয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সম্মানজনক স্কোর পেয়েছে বাংলাদেশ। কিউইদের ২৩৩ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৩২ (তামিম ৫, লিটন ১, সৌম্য ৩০, মুশফিক ৫, মিঠুন ৬২, মাহমুদউল্লাহ ১৩, সাব্বির ১৩, মিরাজ ২৬, সাইফ ৪১, মাশরাফি ৯*, মুস্তাফিজ ০; হেনরি ২/৯, বোল্ট ৩/৯.৫, ডি গ্র্যান্ডহোম ০/৫, ফার্গুসন ২/১০, স্যান্টনার ৩/৮, নিশাম ০/৭)

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিফটির পর ফিরলেন মিঠুন

একপ্রান্তে সাবলীল ব্যাটিং করছিলেন মিঠুন। বলের গুণাগুণ বুঝে ব্যাট চালাচ্ছিলেন। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে অনন্য ফিফটিও তুলে নিয়েছিলেন। কিন্তু পেসার লকি ফার্গুসন কাছে ধরা খেয়েছেন।

মূলত স্লগ করার চেষ্টায় গতিতে পরাস্ত হয়ে বোল্ড হয়ে যান মিঠুন। পাঁচ চারে ৯০ বলে ৬২ রান থেমে যায় তার ইনিংস।

বাংলাদেশের দুইশ

এক সময়ে দেড়শ রানই মনে হচ্ছিল দূরের পথ। মিঠুন ও সাইফের দৃঢ়তায় বাংলাদেশ ৪৪তম ওভারে ছুঁয়ে ফেলল দুইশ।

১৩১ রানে নেই টাইগারদের ৭ উইকেট!

ম্যাকলিন পার্কে টস জিতে আগে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ট্রেন্ট বোল্টের সর্পিল সুইংয়ে উইকেটের পেছনে টম লাথামকে ক্যাচ দিয়ে ফেরেন ইনফর্ম ড্যাশিং ওপেনার তামিম ইকবাল (৫)। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ম্যাট হেনরির বলে সোজা বোল্ড হয়ে ফেরেন লিটন দাস (১)।

দলীয় ১৯ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেই শঙ্কা কাটিয়ে ওঠার গুরু দায়িত্ব আসে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কাঁধে। কিন্তু টিকলেন না তিনিও। আউট হন ৫ রানে। অন্যদিকে, চতুর্থ উইকেটে থাকা সৌম্য সরকার ২২ বলে ৩০ রান করে বিদায় নেন।

৪২ রান তুলতেই হারায় ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেছিলেন মোহাম্মদ মিঠুন ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২৮ রানের জুটি গড়েছিলেন দুই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু দুই অঙ্ক ছোঁয়ার পরই মাহমুদউল্লাহর (১৩) ইনিংসের শেষ হয়। অন্যদিকে ক্রিজে থাকা সাব্বির রহমানের ব্যাট হাসেনি। ২০ বলে ১৩ রান বাঁহাতি কিউই স্পিনার মিচেল স্যান্টনারের বলে স্টাম্পড হয়ে ফিরতে হয়েছে তাকে।

হার্ডহিটার সাব্বির ফিরলে ষষ্ঠ উইকেটে আসেন মেহেদী হাসান মিরাজ। তাকে নিয়ে দলের হাল ধরেন মিঠুন। ভালো সঙ্গও পান দুজন। ফলে তাদের মধ্যে জুটি গড়ে ওঠে। এই দুই টাইগারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। কিন্তু আচমকা থেমে যান মিরাজ। ক্রিজে নামার পর থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। স্যান্টনারকে বড় শট খেলতে গিয়ে ব্যক্তিগত ২৬ রানে জিমি নিশামকে ক্যাচ দিয়ে আসেন তিনি।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেলর, টম ল্যাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড