• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাজটা কঠিন হলেও অসম্ভব নয় : রোডস

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২২

স্টিভ রোডস
টাইগার কোচ স্টিভ রোডস (ছবি : সংগৃহীত)

নিউজিল্যান্ড থেকে আগের প্রতিবারই একেবারে কপর্দকশূন্য হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশকে। ওয়ানডে, টেস্ট কিংবা টি-টুয়েন্টি, ফরম্যাট যা-ই হোক না কেন, হোয়াইটওয়াশের তেতো স্বাদ পেয়েছে টাইগারবাহিনী। সেসব দুঃসহ অতীত পরিসংখ্যানের পাশাপাশি সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের চোট কিউইদের মাটিতে বাংলাদেশের জয়ের খাতা খোলার কাজটাকে আরও কঠিন করে দিয়েছে। তবুও টাইগারদের গুরু স্টিভ রোডস আশাবাদী নিউজিল্যান্ড সফর নিয়ে।

আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগের দিন গণমাধ্যমের কাছে রোডস বলেন, 'কাজটা খুব কঠিন হবে, কিন্তু এর মানে এই নয় যে, আমরা জিততে পারব না।'

এই সফরের আগে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন ঘরোয়া টি-টুয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। সেখানে খেলতে গিয়েই গোড়ালি ও হাতের আঙুলে চোট পান যথাক্রমে টেস্ট অধিনায়ক অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিন। তাদের অনুপস্থিতিতে টাইগারদের শক্তি কিছুটা হলেও কমেছে। আর ওয়ানডে ও টেস্ট সিরিজের আগে টি-টুয়েন্টি লিগ খেলায় সফরের প্রস্তুতি ঠিকঠাক হয়েছে কি-না তা নিয়েও কোচ চিন্তিত।

তবুও মাশরাফি বিন মর্তুজাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করেন রোডস, 'এটা পীড়াদায়ক (চোটের কারণে সাকিব-তাসকিনের ছিটকে যাওয়ায়) হলেও দারুণ একটি প্রতিযোগিতা ছিল। সেখানে কঠিন সব পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে খেলোয়াড়দের। তাই অনেক ইতিবাচক দিক সেখানে ছিল। কিন্তু তাদের প্রচুর ধকলও গেছে এবং প্রস্তুতিটাও আদর্শ হয়নি। এখন আমি শুধু এটাই আশা করতে পারি যে, নির্দিষ্ট দিনে আমরা প্রমাণ দেব যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।'

উল্লেখ্য, নেপিয়ারে প্রথম ওয়ানডে শুরু হবে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে।

সূত্র : এএফপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড