• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

'আন্ডারডগ' তকমায় আপত্তি নেই টাইগার কোচ রোডসের

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৮

স্টিভ রোডস
টাইগার কোচ স্টিভ রোডস; (ছবি : সংগৃহীত)

সিরিজ তো দূরে থাক, নিউজিল্যান্ডের মাটিতে কখনও কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ! কিউইদের বিপক্ষে খেলা সবগুলো ম্যাচে টাইগারদের সঙ্গী হয়েছে হার। নিজেদের মাটিতে নিউজিল্যান্ড এখনও বাংলাদেশের কাছে অপরাজেয়। তাই রাত পোহালেই শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে লাল-সবুজের প্রতিনিধিদের নামের পাশে শোভা পাচ্ছে 'আন্ডারডগ' শব্দটি! এতে বিরক্ত বা অখুশি নন টাইগার কোচ স্টিভ রোডস। বরং তার মত, সিরিজ চলাকালে তার শিষ্যদের মানসিকভাবে সহায়তা করবে 'আন্ডারডগ' তকমা।

আগামীকাল বুধবার মাঠে গড়াবে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নেপিয়ারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। দ্বীপদেশটিতে বাংলাদেশের পুরনো ইতিহাস মোটেও আশাপ্রদ নয়। তাই আকাশকুসুম কোনো স্বপ্ন দেখছেন না মাশরাফি-মাহমুদউল্লাহ-মুশফিকদের কোচ রোডস। প্রথম ওয়ানডের আগের দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বাংলাদেশের গায়ে 'আন্ডারডগ' তকমা থাকলেও ম্যাচ জিততে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে কেন উইলিয়ামসনের দলকে।

আগের চার নিউজিল্যান্ড সফরই বাংলাদেশকে উপহার দিয়েছে রাজ্যের হতাশা। সবগুলো সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সেই বিষয়টি মাথায় রেখেই সাবেক ইংলিশ ক্রিকেটার রোডস বলেন, 'আমরা জানি এটা খুবই কঠিন হবে। তবে আমাদের বাস্তববাদীও হতে হবে।'

তিনি যোগ করেন, 'তবে সত্যি বলতে আন্ডারডগ হওয়ায় আমরা খুশিই। আন্ডারডগ হিসেবে আমরা কিছু মানুষকে চমকে দিতেই পারি আর আমি মনে করি নিউজিল্যান্ডও জানে আমাদের হারাতে হলে তাদেরকে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।'

সূত্র : এএফপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড