• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টি-টুয়েন্টির সেরা র‍্যাঙ্কিংয়ে কুলদীপ 

  অধিকার ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫০

আইসিসি
কুলদীপ যাদব; (ছবি : আইসিসি টুইটার)

আইসিসি’র সদ্যপ্রকাশিত টি-টুয়েন্টি র‍্যাঙ্কিং তালিকায় লাফ দিয়েছেন কুলদীপ যাদব। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের এই বাঁহাতি রিস্ট স্পিনার।

কিউইদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে ছিলেন কুলদীপ। নিউজিল্যন্ড সিরিজের পর ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের শাদব খানকে পিছনে ফেলে এক ধাপ উঠে আসেন কুলদীপ। আর এক নম্বর জায়গা ধরে রেখেছেন আফগানিস্তানের ২০ বছর বয়সী 'তরুণ' তারকা রশিদ খান।

এই তালিকার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শাদাব খান (৭২০ পয়েন্ট)। এর পরেই রয়েছেন আরেক পাকিস্তানি ইমাদ ওয়াসিম (৭০৫ পয়েন্ট)। র‌্যাংকিংয়ের পাঁচ নম্বরে রয়েছেন আদিল রশিদ (৬৭৬)। আর বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের অবস্থান অপরিবর্তীত রয়েছে। সাত নম্বরে অবস্থান সাকিবের (৬৫৮)।

টি-টুয়েন্টির দলীয় র‍্যাঙ্কিংয়ে ১৩৫ রেটিং পেয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। দ্বিতীয়তে রয়েছ ভারত (রেটিং পয়েন্ট ১২৪)। তৃতীয় দক্ষিণ আফ্রিকা (রেটিং পয়েন্ট ১১৮)। বাংলাদেশের অবস্থান দশ নম্বরে (রেটিং পয়েন্ট ৭৭)।

এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড