• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

লা লিগার পয়েন্ট তালিকার হালচাল

  অধিকার ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫০

লিওনেল মেসি
(ছবি : সংগৃহীত)

মর্যাদার লড়াইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠ থেকে গেল শনিবার ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। টানা পঞ্চম জয়ের দেখা পেয়ে শহর প্রতিদ্বন্দ্বীদের এক ধাপ নিচে ঠেলে দিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা।

অন্যদিকে নিজেদের শেষ দুটি ম্যাচে ড্র করে পয়েন্ট খুইয়েছে লিগের শীর্ষে থাকা রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ফলে মৌসুমের ১৫ ম্যাচ বাকি থাকতে স্পেনের পেশাদার ফুটবলের সেরা দুই ক্লাবের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র '৬'-এ নেমে এসেছে।

২০১৮-১৯ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সংগ্রহ ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট। ১৫ জয়ের বিপরীতে কাতালানদের হার মাত্র ২ ম্যাচে। আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা ড্র করেছে বাকি ৬ ম্যাচ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়ালের অর্জন সমান ম্যাচে ৪৫ পয়েন্ট। তারা জিতেছে ১৪টি, ড্র করেছে ৩টি আর হেরেছে ৬টিতে। দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকোর ৪৪ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার তৃতীয় স্থানে। চার নম্বরে থাকা সেভিয়ার নামের পাশে ৩৭ পয়েন্ট।

যেহেতু প্রতি মৌসুমে লা লিগার পয়েন্ট তালিকার সেরা চারটি দল ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়, তাই শিরোপার লড়াইয়ের পাশাপাশি চলে শীর্ষ চার নিশ্চিত করার যুদ্ধও। তাই ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা গেতাফের কাছ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আশা করতেই পারে লা লিগার 'বিগ ফোর'।

লা লিগা পয়েন্ট তালিকা (সেরা চার) :

দল ম্যাচ জয় ড্র হার গোল গোল ব্যবধান পয়েন্ট
বার্সেলোনা ২৩ ১৫ ৬০/২৩ +৩৭ ৫১
রিয়াল মাদ্রিদ ২৩ ১৪ ৪০/২৭ +১৩ ৪৫
অ্যাতলেটিকো মাদ্রিদ ২৩ ১২ ৩৩/১৭ +১৬ ৪৪
সেভিয়া ২৩ ১০ ৩৮/২৫ +১৩ ৩৭

এমএ