• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগুয়েরোর সাইক্লোনে ছিন্নভিন্ন চেলসি 

  অধিকার ডেস্ক    ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৯

ম্যানসিটি
ম্যাচ শেষে বল হাতে মাঠে আগুয়েরো; (ছবি : ম্যানসিটি টুইটার)

মাত্র ২৫ মিনিটে গোল ব্যবধান ৪-০! ম্যাচের এমন ফলাফলে আর কী বাকি থাকে। আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকের সঙ্গে রাহিম স্টার্লিংয়ের জোড়া গোল ও গুন্ডোগানের লক্ষ্যভেদ। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে হজম করতে হয়েছে ৬ গোল।

ইতিহাদ স্টেডিয়ামে রবিবার লিগে চেলসিকে নাস্তানাবুদ করেছে পেপে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। বলা যায় গোল-বন্যায় ভেসেছে চেলসি।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা সিটি ২৫ মিনিটের মধ্যেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। চতুর্থ মিনিটে গোল-উৎসবের শুরুটা করে দিয়েছিলেন স্টার্লিং। ১৩ ও ১৯ মিনিটে আগুয়েরো করেন দুই গোল। ২৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান গুন্ডগন।

বিরতির পর পঞ্চম মিনিটে আগুয়েরোর হেড গোলবারে লাগে। কিন্তু আর্জেন্টাইন তারকা ঠিকই হ্যাটট্রিক আদায় করে নেন। ৫৬তম মিনিটে ঠান্ডা মাথায় দলের পঞ্চম গোল করেন আগুয়েরো।

লিগে এটি ছিল আগুয়েরোর ১১তম হ্যাটট্রিক। টুর্নামেন্টে সর্বোচ্চ হ্যাটট্রিকে অ্যালান শিয়ারারের পাশে বসলেন তিনি।

আর ৮০তম মিনিটে সতীর্থের বাড়ানো ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে প্লেসিং শটে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্টার্লিং।

এই জয়ে সমান ৬৫ পয়েন্ট হলেও লিভারপুলের সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। তবে লিভারপুলের (২৬) চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে তারা (২৭)। সূত্র : ফটমব

এএপি