• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিনহাজুরের ঘূর্ণি জাদুতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল যুবারা

  অধিকার ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল; (ছবি : ফাইল)

প্রথম ইনিংসে মিনহাজুর রহমান নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার। এরপর জয় তুলে নেওয়ার কাজটা সহজেই সেরেছেন ব্যাটসম্যানরা। তাতে প্রথম যুব টেস্টে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রবিবার চট্টগ্রামে ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৩৫ রানের ছোট লক্ষ্য মাত্র ১০ ওভারেই পেরিয়ে গেছে বাংলাদেশের যুবারা। এর আগে তৃতীয় দিনের ৬ উইকেটে ৮৯ রান নিয়ে খেলতে নামা সফরকারী ইংলিশদের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৫২ রানে। ঘূর্ণি জাদু দেখিয়ে মিনহাজুর ৬ উইকেট নেন মাত্র ২৮ রানে। দুই ইনিংস মিলিয়ে ৬৫ রানে ৯ উইকেট শিকার করা ১৭ বছর বয়সী এই তরুণের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

গেল ৭ ফেব্রুয়ারি থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়ানো এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছিল ইংল্যান্ড। তাদের ২৮০ রানের জবাবে যুবা টাইগাররা ৯ উইকেটে ৩৯৮ রান তুলে ঘোষণা করেছিল প্রথম ইনিংস। উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ পেয়েছিল ১১৮ রানের বড় লিড।

এরপর ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ফের ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫২ রানে গুটিয়ে গেলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫ রান। ইনিংসের দশম ওভারের শেষ বলে ছয় হাঁকিয়ে জয় নিশ্চিত করেছেন পারভেজ হোসেন ইমন।

আগামী শুক্রবার একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস : ২৮০

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস : ৩৯৮/৯ (ডিক্লেয়ার)

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ইনিংস : (আগের দিন ৮৯/৬) ১৫২ (৮৪.৩ ওভারে) (হিল ৩২, হলম্যান ২৯, কাদরি ৫, ফিঞ্চ ৪, মোরলে ০*; গালিব ৩/৩০, শামিম ০/৭, রুহেল ০/৮, মিনহাজুর ৬/২৮, রাকিবুল ০/৪৮, হৃদয় ০/১১, শাহাদাত জুনিয়র ১/৬)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ৩৫) ১০ ওভারে ৪০/২ (তানজিদ ০, অমিত ১০, শামিম ২০*, পারভেজ ৬*; ফিঞ্চ ১/৬, হলম্যান ১/১৯, কাদরি ০/১১)।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড