• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইনজুরির কবলে কাভানি 

  অধিকার ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৫

পিএসজি
এভাবেই ইনজুরিতে মাঠে পড়ে ছিলেন কাভানি; (ছবি : টুইটার)

বোর্দোকের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ফ্রেঞ্চ কাপে জয়ে ফিরেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে তাদের ওই জয়ের আনন্দ ফিকে হয়ে গেছে তারকা ফুটবলার এডিনসন কাভানির ইনজুরিতে।

দুই সপ্তাহ আগে গোড়ালির চোটে পড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এই জন্য পিএসজির সবচেয়ে বড় তারকা মাঠে নামতে পারবেন না দুই মাস! এই দুশ্চিন্তার ভাঁজ কাটতে না কাটতে আবারো দুঃসংবাদ এসেছে টমাস টুখেলের শিবিরে। নিজেদের মাঠে ম্যাচের ৪২তম মিনিটে পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটা করেছেন কাভানি। এরপরই ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়েন উরুগুইয়ান স্ট্রাইকার।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে কাভানির খেলা তাই অনিশ্চিত হয়ে পড়েছে। কাভানির ছিটকে যাওয়া প্রসঙ্গে পিএসজি কোচ বলেছেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। আমার কাছে কোনো ভালো খবর নেই। সত্যি বলতে আমি জানি না কাভানি খেলতে পারবে কি না। এটা চিন্তার বিষয়। আমাদের যেমন আরেকজন নেইমার নেই, তেমনি আরেকজন কাভানিও নেই।' সূত্র : ফটমব

এএপি