• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেলের 'সেঞ্চুরি', রিয়ালের রোমাঞ্চকর ডার্বি জয়

  অধিকার ডেস্ক    ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৪

রিয়াল
গোলের পর উল্লাসে রামোস; (ছবি : রিয়াল মাদ্রিদ টুইটার)

এই মৌসুমে আগের দেখায় সান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য ড্রয়ে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। শুধু তাই নয় লা লিগায় গত চারটি মাদ্রিদ ডার্বি হয়েছিল ড্র। কিন্তু ২০১৬ সালের নভেম্বরের পর প্রথমবার নিজ মাঠে হেরেছে অ্যাতলেটিকো। শনিবার ওয়ান্দা মেট্রোপলিটানোতে রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে হারতে হয়েছে অ্যাতলেটিকোকে। এনিয়ে টানা ৭ ম্যাচ অজেয় থাকলো সান্তিয়াগো সোলারির দল। এছাড়াও মাদ্রিদ ডার্বি জিতে লা লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা।

এল ক্লাসিকোর রেশ কাটতে না-কাটতেই শনিবার ওয়ান্ডা মেট্রোপলিটানোতে মাদ্রিদ ডার্বিতে নেমে পড়তে হয়েছিল রিয়াল। গত বুধবার (৬ ফেব্রুয়ারি) কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মাঠে ১-১ গোলে ড্র করেছিল তারা। তিন দিন পর মাদ্রিদ ডার্বিতে দুর্দান্ত এক জয়ই তুলে নিল সোলারির দল।

ম্যাচের ১৬তম মিনিটে দর্শনীয় গোলে দলকে লিড এনে দেন কাসেমিরো। কর্নার কিক নেন জার্মান তারকা টনি ক্রুস। তবে তা বিপদমুক্ত করতে পারেননি অ্যাতলেটিকো ডিফেন্ডাররা। ডি- বক্সে বল পেয়ে যান কাসেমিরো। দুর্দান্ত বাইসাইকেল কিকে বল জালে জড়ান তিনি।

১-০ গোলের লিড নিলেও অতিথিদের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় অ্যাতলেটিকো। ম্যাচের ২৫তম মিনিটে পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। মাঝমাঠে ভিনিসিউসের পা থেকে বল কেড়ে নিয়ে আঁতোয়া গ্রিজম্যানকে বাড়ান আনহেল কোররেয়া। দ্রুত গতিতে কাসেমিরো ও ভারানেকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক থিবো কোর্তোয়ার দু’পায়ের ফাঁক দিয়ে বল ঠিকানায় পাঠান ফরাসি ফরোয়ার্ড।

১-১ গোলের সমতায় থাকা দুদলের মধ্যকার ম্যাচটি পরে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে। বেশ ক’টি সুযোগ পায় অ্যাতলেটিকো। গোলের সুযোগ গুলো অ্যাতলেটিকো কাজে লাগাতে না পারলেও ভুল করেনি রিয়াল। ম্যাচের ৪৩তম মিনিটে সফল স্পট কিকে নিশানা ভেদ করেন সার্জিও রামোস। ডি-বক্সে ভিনিসিউসকে ডিফেন্ডার হোসে হিমেনেস ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআর ব্যবহারে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ডানদিকে ঝাঁপিয়ে পড়া ওবলাককে ফাঁকি দিয়ে ব্যবধান বাড়ান রামোস।

২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। ফিরে এসে গোল শোধ দূরের কথা উল্টো গোল হজম করতে হয়েছে অ্যাতলেটিকোকে। দলটির ঘুরে দাঁড়ানোর সব আশাই শেষ হয়ে যায় গ্যারেথ বেলের গোলে। ভিনিসিয়াসের বদলি হয়ে ম্যাচের ৫৭তম মিনিটে মাঠে নামেন তিনি। আর ৭৪তম মিনিটে তৃতীয় গোলে রিয়ালকে স্বস্তিতে ফেরান ওয়েলস তারকা। এই গোলের মধ্য দিয়ে রিয়ালের হয়ে গোলের 'সেঞ্চুরি' পূরণ করেন বেল। বেঞ্চ থেকে বদলি হিসেবে মাঠে নেমে দারুণ এই গোলটি করেন তিনি।

২৩ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো রিয়াল। ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেল অ্যাতলেটিকো। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। স্বাভাবিকভাবেই লিগ শিরোপার লড়াই জমে গেল। সূত্র : ফটমব

এএপি