• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেস্টের পর ওয়ানডে সিরিজও দক্ষিণ আফ্রিকার

  অধিকার ডেস্ক    ৩১ জানুয়ারি ২০১৯, ১৬:২৪

দক্ষিণ আফ্রিকা
পাকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা (ছবি : আইসিসি টুইটার)

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজও হাতছাড়া করেছে পাকিস্তান। জয় দিয়ে সীমিত ওভারের সিরিজ শুরু করলেও ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ তারা। পাঁচ ম্যাচ সিরিজের শেষটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

গতকাল বুধবার কেপ টাউনে টসে হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪০ রান তোলে তারা। জবাবে ১০ ওভার বাকি থাকতেই ৩ উইকেটে ২৪১ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয়ে এগিয়ে যায় ফ্যাফ ডু প্লেসির দক্ষিণ আফ্রিকা। এরপর চতুর্থ ওয়ানডে জিতে সমতায় ফেরে সফরকারী পাকিস্তান। তাতে পঞ্চম ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী লড়াইয়ে। আর সেখানে শেষ হাসি হেসেছে প্রোটিয়ারা।

আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের পক্ষে ওপেনার ফখর জামান ৭৩ বলে সর্বোচ্চ ৭০ রান করেন। ইমাম উল হক বাদে টপ ও মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানরা দুই অঙ্কে পৌঁছালেও কেউই ইনিংস লম্বা করতে পারেননি। ভারপ্রাপ্ত অধিনায়ক শোয়েব মালিকের ব্যাট থেকে আসে ৩১ রান। তাতে ভালো শুরুর পরও মাঝের ওভারগুলোতে রান বাড়িয়ে নিতে পারেনি পাকিস্তান।

শেষ দিকে ইমাদ ওয়াসিমের ৩১ বলে ৪৭ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে পাকিস্তানের সংগ্রহ পৌঁছায় ২৪০ রান পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার পক্ষে ডোয়াইন প্রিটোরিয়াস ও আন্দিল ফেলুকওয়ায়ো নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে তিন হাফসেঞ্চুরিতে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ওপেনিংয়ে নেমে কুইন্টন ডি কক মাত্র ৫৮ বলে ৮৩ রানের টর্নেডো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৩টি ছয়। এছাড়া অধিনায়ক ডু প্লেসি ও রাসি ভ্যান ডার ডুসেন দুজনেই করেন অপরাজিত ৫০ রান। চতুর্থ উইকেটে তারা গড়েন ম্যাচজয়ী ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ২৪০/৮ (৫০ ওভারে) (ইমাম ৮, ফখর ৭০, বাবর ২৪, হাফিজ ১৭, মালিক ৩১, রিজওয়ান ১০, শাদাব ১৯, ওয়াসিম ৪৭*, আমির ৬, শাহিন ০*; স্টেইন ১/৫১, তাহির ০/৩৬, রাবাদা ১/৪৩, প্রিটোরিয়াস ২/৪৬, মুল্ডার ১/২০, ফেলুকওয়ায়ো ২/৪২)

দক্ষিণ আফ্রিকা : ২৪১/৩ (৪০ ওভার) (ডি কক ৮৩, আমলা ১৪, হেন্ড্রিকস ৩৪, ডু প্লেসি ৫০*, ভ্যান ডার ডুসেন ৫০*; শিনওয়ারি ১/৪৩, শাহিন ১/৩৪, আমির ১/৪০, শাদাব ০/৭৮, হাফিজ ০/৭, ওয়াসিম ০/৩৮)।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড