• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন দেম্বেলে 

  অধিকার ডেস্ক    ২২ জানুয়ারি ২০১৯, ১৮:১৪

উসমান দেম্বেলে
বার্সেলোনার স্ট্রাইকার উসমান দেম্বেলে (ছবি : সংগৃহীত)

গেল রবিবার লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে প্রথম গোল করার পর অ্যাঙ্কেলে গুরুতর চোট পান বার্সেলোনার স্ট্রাইকার উসমান দেম্বেলে। দল ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়লেও ইনজুরির কারণে দুই সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফরাসি তারকাকে। দেম্বেলের ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

দেম্বেলের এমন ইনজুরি অবশ্য বার্সার জন্য বেশ খারাপ খবরই। কেননা সাম্প্রতিক সময়ে তার ফর্ম দুর্দান্ত। শেষ ১০ ম্যাচে ৬টি গোল করেছেন এই তরুণ।

এই ইনজুরির ফলে দেম্বেলে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে সেভিয়ার বিপক্ষে দুই লেগই মিস করবেন। এছাড়া কাতালান ডার্বিতে জিরোনা বিপক্ষেও থাকছেন না তিনি। তাছাড়া ফেব্রুয়ারির শুরুর দিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচেও তিনি মাঠে নামবেন কি না তা এখনও নিশ্চিত নয়। ফলে সবমিলিয়ে বার্সার আগামী চারটি ম্যাচে খেলতে পারবেন না দেম্বেলে।

তবে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিঁওর বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে দেম্বেলের।