• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পগবা-র‌্যাশফোর্ডের গোলে ম্যানইউর জয়

  অধিকার ডেস্ক    ২০ জানুয়ারি ২০১৯, ১৩:১০

মার্কাস র‌্যাশফোর্ড
গোলের পর উল্লাসে মার্কাস র‌্যাশফোর্ড; (ছবি : ম্যানইউ টুইটার)

ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা অষ্টম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে ওলে গানার সোলস্কায়েরের ম্যানচেস্টার ইউনাইটেড।

দারুণ ছন্দে থাকা ম্যানইউকে শুরুতেই এগিয়ে দেন ফ্রান্স তারকা পল পগবা। ম্যাচের ২৭তম মিনিটে ডি-বক্সের মধ্যে গায়েতান বোংয়ের ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ম্যানইউ। স্পট কিকে ইউনাইটেডকে এগিয়ে দেন পল পগবা।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতির তিন মিনিট আগে মার্কাস র‌্যাশফোর্ডের গোলে জয় সুনিশ্চিত করে রেডরা। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা তরুণ পর্তুগিজ মিডফিল্ডার দিয়োগো দালোতের পাস ডি-বক্সে পেয়ে এক জনকে কাটিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড।

২-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচের ৭২তম মিনিটে ব্যবধান কমায় অতিথিরা। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে ফ্লিকে গোলটি করেন জার্মান মিডফিল্ডার পাসকাল গ্রস।

এই জয়ে ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আর্সেনালের পরে পাঁচ নম্বরে ম্যানইউ। চতুর্থ স্থান থেকে ৩ পয়েন্ট পেছনে তারা।

লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৮।

এএপি