• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

রানবন্যার ম্যাচে খুলনাকে হারাল চিটাগং 

  অধিকার ডেস্ক    ২০ জানুয়ারি ২০১৯, ০১:৩৪

খুলনা টাইটান্স
বিপিএল ক্রিকেট খুলনা টাইটান্স

টসে হেরে ব্যাটিংয়ে নেমে চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যানরা চালান তাণ্ডব। তাদের ছুঁড়ে দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা টাইটান্সের ব্যাটাররাও তোলেন ঝড়। রানবন্যার এই ম্যাচে নিখাদ টি-টুয়েন্টির স্বাদ পেলেন দর্শকরা। আর খুলনাকে বেশ দূরে থামিয়ে দিয়ে শেষ হাসি হাসল চিটাগং।

শনিবার বিপিলের সিলেট পর্বের শেষ ম্যাচে দুদল মিলিয়ে করল ৪০২ রান। যা এবারের আসরে সর্বোচ্চ। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স মিলে করেছিল ৩৮৯ রান। বিকেলের ম্যাচের সেই স্কোর রাতেই ভেঙে দিলো চিটাগং ও খুলনা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকুর রহীমের চিটাগং আগে ব্যাট করে গড়ে ৪ উইকেটে ২১৪ রানের পাহাড়সম সংগ্রহ। যা বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং এাবরের আসরের সর্বোচ্চ দলীয় স্কোর। জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৮৮ রান তুলল মাহমুদউল্লাহর খুলনা। ফলে ২৬ রানের জয় পেল চিটাগং।

চলমান বিপিএলের ষষ্ঠ আসরে ৫ ম্যাচে চতুর্থ জয় তুলে নিল চিটাগং। ৮ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে তারা। অন্যদিকে ৭ ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পেল খুলনা। মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড