• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সালাহর গোলে জয়ে ফিরল লিভারপুল

  অধিকার ডেস্ক    ১৩ জানুয়ারি ২০১৯, ১১:৩৯

সালাহ
জয় সূচক গোলের পর উল্লাসে সালাহ; (ছবি : লিভারপুল টুইটার)

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হার মেনেছিল লিভারপুল। এরপর ইংলিশ এফএ কাপে উলভারহ্যাম্পটনশায়ারের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় তৃতীয় রাউন্ড থেকেই। টানা দুই হার লিভারপুলের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছিল অনেকখানি। তবে দুই ম্যাচ হারের পর শনিবার জয়ে ফিরেছে লিভারপুল।

প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। একমাত্র গোলটি করেছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ।

ব্রাইটনের মাঠে কঠিন পরীক্ষা দিতে হয়েছে লিভারপুলকে। স্বাগতিকদের মাঠে প্রথমার্ধে অবশ্য জালের নাগাল পায়নি লিভারপুল। তবে বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে মিশরীয় ফরোয়ার্ড সালাহ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় অতিথিরা। স্পট কিক থেকে ডান দিক দিয়ে লক্ষ্যভেদ করেন সালাহ।

এই জয়ের ফলে ২২ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অলরেডরা। ম্যানচেস্টার সিটির থেকে তারা এগিয়ে রয়েছে ৭ পয়েন্টে। ২৬ পয়েন্ট নিয়ে ব্রাইটন রয়েছে ১৩তম অবস্থানে।