• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

'হাজারতম' জয়ের মাইলফলকে অস্ট্রেলিয়া

  অধিকার ডেস্ক    ১২ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

অস্ট্রেলিয়া
সিডনিতে প্রথম ওয়ানডেতে ভারতকে ৩৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া (ছবি : আইসিসি টুইটার)

সফরকারী ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। শনিবার সিডনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৩৪ রানে হারিয়ে বিশ্বের প্রথম দল হিসেবে এক হাজার আন্তর্জাতিক ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে অস্ট্রেলিয়া।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে উসমান খাওয়াজা, শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্বের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ভুবেনেশ্বর কুমার ও কুলদীপ যাদব।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। রানের খাতা খোলার আগেই শিখর ধাওয়ানকে সাজ ঘরে ফেরান জ্যাসন বেহরেনডর্ফ। চতুর্থ ওভারের ৩ বলের মধ্যে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অম্বাতি রাইডুকে আউট করে সফরকারীদের কাঁপিয়ে দেন ঝে রিচার্ডসন।

এরপর সাবেক অধিনায়ক ধোনির ফিফটি ও রোহিত শর্মার ১৩৩ রানের লড়াকু ইনিংসেও শেষ রক্ষা করতে পারেনি ভারত। পুরো ৫০ ওভার খেলে তারা থামে ৯ উইকেটে ২৫৪ রানে। রিচার্ডসন ৪ উইকেট নেন ২৬ রানে। ২টি করে উইকেট পান বেহেরনডর্ফ ও মার্কাস স্টয়িনিস।

আগামী মঙ্গলবার অ্যাডিলেডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড