• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথম দিনে প্রোটিয়াদের গুটিয়ে দিল পাকিস্তানি বোলাররা

  অধিকার ডেস্ক    ১১ জানুয়ারি ২০১৯, ২৩:৪৬

ছবি : সংগৃহীত

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬২ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে পাকিস্তানও দিন শেষের আগে ১৭ রানে হারিয়েছে ২ উইকেট।

প্রথম দিনে ভারপ্রাপ্ত অধিনায়ক এলগার ৬ রানে বিদায় নিলে ওপেনার এইডেন মারক্রাম আর হাশিম আমলা মিলে প্রতিরোধ গড়েন দ্বিতীয় উইকেটে। ৯০ রানে ব্যাট করতে থাকা এই ওপেনারকে ফাহিম আশরাফ বিদায় দিলে ধীরে ধীরে ইনিংসের পরিস্থিতি পাল্টায় প্রোটিয়াদের।

আমলা ৪১, ডি ব্রুইন ৪৯ রানের পর অভিষিক্ত জুবায়ের হামজার ৪১ রানে প্রোটিয়াদের অবস্থান শক্ত মনে হচ্ছিলো এক সময়। স্লো ওভার রেটে ডু প্লেসিস নিষিদ্ধ হওয়ায় দলে সুযোগ পেয়েছিলেন হামজা। খেলতে নেমে প্রথম ইনিংসে দারুণ প্রদর্শনী দেখালেও চা পানের বিরতির পর প্রোটিয়ারা হয়ে যায় তাসের ঘর।

চা পানের বিরতির সময় প্রোটিয়াদের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ২২৬ রান! সেখান থেকে ফাহিম আশরাফ, মোহাম্মদ আমিররা মিলে গুঁড়িয়ে দেন প্রোটিয়াদের ব্যাটিং অর্ডার।

বল হাতে পাকিস্তানের ফাহিম ৫৭ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও হাসান আলী। একটি উইকেট নেন শাদাব খান।

ইতোমধ্যে সিরিজ হারা পাকিস্তান প্রথম ইনিংসে খেলতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই। ১৭ রান তুলতে তুলতে ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। তারা পিছিয়ে ২৪৫ রানে। দুটি উইকেট নিয়েছেন ভারনন ফিল্যান্ডার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড