• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৮ বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে সিডল

  অধিকার ডেস্ক    ১১ জানুয়ারি ২০১৯, ১৯:২৬

পিটার সিডল
অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার পিটার সিডল। (ছবি : সংগৃহীত)

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের পাঁচ দিন হলো। আজ ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এতে ৮ বছর পর প্রথমবার একদিনের ক্রিকেট খেলতে যাচ্ছেন ডানহাতি পেসার পিটার সিডল।

সবশেষ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২০১০ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ১৭তম ওয়ানডে খেলেন সিডল। আবার সেই সিডনিতেই রঙিন জার্সিতে দেখা যাবে এই পেসারকে। অস্ট্রেলিয়ান ক্রিকেটে দীর্ঘ বিরতি দিয়ে ওয়ানডেতে ফেরার রেকর্ড গড়তে যাচ্ছেন ৩৪ বছর বয়সী সিডল। বর্তমান রেকর্ডটি ৬ বছর ২৮২ দিন পর ওয়ানডে খেলা টিম জোয়েহরার।

অস্ট্রেলিয়া এই ওয়ানডে সিরিজে তিন পেসার নিয়ে খেলবে। সিডলের সাথে পেস আক্রমনে থাকবে রিচার্ডসন ও বেহরেনডর্ফ। নাথান লায়নের সঙ্গে স্পিন আক্রমে থাকবেন অ্যাডাম জাম্পা। অলরাউন্ডার হিসেবে দলে আছেন ম্যাক্সওয়েল ও মার্কস স্টোনিস।

সিরিজের অপর দুইটি ওয়ানডে হবে ১৫ ও ১৮ জানুয়ারি অ্যাডিলেড ও মেলবর্নে।

অস্ট্রেলিয়া একাদশঃ

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, শন মার্শ, নাথান লায়ন, পিটার সিডল, ঝাই রিচার্ডসন, জ্যাসন বেহরেনডর্ফ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড