• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আয়োজক মিশর

  অধিকার ডেস্ক    ০৮ জানুয়ারি ২০১৯, ২১:২৭

আফ্রিকান নেশন্স কাপ
আফ্রিকান নেশন্স কাপের আয়োজকের দায়িত্ব পেয়েছে মিশর (ছবি : সংগৃহীত)

২০১৯ আফ্রিকান নেশন্স কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে মিশর। একমাত্র প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকাকে ১৬ ভোটে হারিয়ে এই মর্যাদা অর্জন করেছে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দলটি।

মঙ্গলবার কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এর কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেখানেই ভোটাভুটিতে আয়োজক নির্বাচিত হয়েছে মহাদেশটির অন্যতম ফুটবল পরাশক্তি মিশর।

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে আফ্রিকান নেশন্স কাপ। এই আসরের আয়োজক হওয়ার কথা ছিল ক্যামেরুনের। কিন্তু ধীর গতির প্রস্তুতির জন্য গেল নভেম্বরে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

ফলে পঞ্চমবারের মতো মহাদেশীয় এই প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে মোহামেদ সালাহর মিশর। এর আগে ১৯৫৭, ১৯৭৪, ১৯৮৬ এবং ২০০৬ সালে স্বাগতিক দেশের মর্যাদা পেয়েছিল তারা। প্রতিযোগিতায় সর্বোচ্চ সাত বারের চ্যাম্পিয়নও তারাই।

এবারের আফ্রিকান নেশন্স কাপের চূড়ান্ত পর্বে অংশ নেবে ২৪টি দল। আসর মাঠে গড়াবে আগামী ১৫ জুন থেকে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড