• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংসদ সদস্য নয়, খেলোয়াড় হিসেবে দেখুন : মাশরাফি

  অধিকার ডেস্ক    ০৪ জানুয়ারি ২০১৯, ২২:৫২

মাশরাফি বিন মর্তুজা
শনিবার বিপিএলে মুখোমুখি মাশরাফি-মুশফিক; (ছবি : সংগৃহীত)

মাশরাফি বিন মর্তুজার নামের সঙ্গে জড়িয়ে গেছে আরেকটি সাফল্য। মাঠের মতো রাজনীতিতেও প্রতিপক্ষকে টেক্কা দিয়ে তিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য। নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবারের মতো তিনি মাঠে ফিরছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। তবে রাজনৈতিক পরিচয়কে সরিয়ে রেখে আগামী বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটকেই ধ্যান-জ্ঞান করতে চান মাশরাফি। তাই তার অনুরোধ, তাকে যেন খেলোয়াড় হিসেবেই দেখা হয়।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে আগামীকাল শনিবার মাশরাফির রংপুর রাইডার্স মুখোমুখি হবে মুশফিকুর রহীমের চিটাগং ভাইকিংসের। তার আগের দিন মিরপুর একাডেমি মাঠে তিনি জানান, 'মাঠে নামার অনুভূতি আগের মতোই। আমি একজন খেলোয়াড় হিসেবে এখানে পরিচিত। মাঠেও নামছি খেলোয়াড় হিসেবে। সংসদ সদস্য হিসেবে না। আর আমি আশা করব, আমাকে আপনারা সেভাবেই দেখবেন।'

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি-টুয়েন্টি প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তার হাতে যেন রয়েছে জাদুর ছোঁয়া। আগের পাঁচ আসরের চারটিতেই তিনটি ভিন্ন দলের হয়ে শিরোপা জিতেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এবারও বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিপিএলে খেলবে তার দল রংপুর।

সংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি জানিয়ে দেন তার সাফল্যের মন্ত্র, 'প্রতিবার এই চাপ নিয়েই টুর্নামেন্ট শুরু করি যে আগের বছর চ্যাম্পিয়ন ছিলাম। শুধু গেল আসর বাদে প্রতিবারই আমাকে এই চাপ নিয়ে শুরু করতে হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামলে সবসময়ই একটা আলাদা চাপ থাকে। আবার, আপনি খুব ভালো দল গড়েও যে চ্যাম্পিয়ন হবেন তার নিশ্চয়তা নেই। কাল (শনিবার) থেকে আমাদের খুব ভালো করে শুরু করতে হবে। খারাপও হতে পারে। তবে গতবার আমরা শুরুর দিকে হারছিলাম। এরপর ঘুরে দাঁড়িয়েছিলাম। ওই মানসিকতা থাকতে হবে। নির্দিষ্ট কোনো রেসিপি নেই। অনেক জায়গার খেলোয়াড়রা আসে, এখানে বন্ধনটা তাই অনেক গুরুত্বপূর্ণ। এক সঙ্গে থাকা , এক সঙ্গে সবকিছু করা। এই ধরনের টুর্নামেন্টে এসব খুব গুরুত্বপূর্ণ।'