• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন সাকিব

  অধিকার ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮

সাকিব
সাকিব আল হাসান; (ছবি ; সংগৃহীত)

আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরিসংখ্যানে শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।

এর আগে একই দলের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব। এর মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৩টি সিরিজ সেরা নির্বাচিত হওয়া শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়ার রেকর্ড স্পর্শ করলেন সাকিব।

সব মিলিয়ে ক্যারিয়ারে এ পর্যন্ত ১৩টি সিরিজে সেরা নির্বাচিত হওয়া সাকিব ও জয়সুরিয়া আছেন যৌথভাবে তালিকার শীর্ষে। ক্যারিয়ারে মোট ৫৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩টি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়সুরিয়া। পক্ষান্তরে সাকিব এ কৃতিত্ব দেখিয়েছে মাত্র ৩২২ (৫৫ টেস্ট, ১৯৫ ওয়ানডে এবং ৭২ -টুয়েন্টি) ম্যাচ খেলে।

সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার তালিকায় সবার উপরে আছেন ভারতের শচিন টেন্ডুলকার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২০বার সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। যৌথভাবে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন যথাক্রমে ভারতের বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড