• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেদের আরও উন্নতি প্রয়োজন : সাকিব

  অধিকার ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:১৯

সাকিব আল হাসান
দলের সঙ্গে সাকিব আল হাসান; (ছবি : আইসিসি টুইটার)

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট-ওয়ানডে সিরিজ জিতলেও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হেরেছে সাকিব আল হাসানের বাংলাদেশ। টেস্টে সিরিজ সেরা হওয়ার পর টি-টুয়েন্টিতেও সেরা হয়েছেন সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত খেলেছেন তিনি।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৫০ রানে হেরেছে টাইগাররা। ম্যাচ শেষে হারের কারণ জানিয়েছিলেন সাকিব। বলেছিলেন, কিছু জায়গায় নিজেদের এখনও উন্নতি প্রয়োজন।

সাবিক বলেছেন, 'শেষ ১০ ওভারে আমরা বল হাতে দুর্দান্ত খেলেছি। ভেবেছিলাম ১৮০ রান হবে, তবে ওরা আরও কিছু রান বেশি করেছে। বল প্রতি খুব বেশি রান নেওয়ার প্রযোজন ছিল না। কিন্তু আমাদের সমস্যা ছিল একের পর এক উইকেট হারানো।'

শেষ ম্যাচে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় সাকিব। ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই ওপেনিং জুটিতে ঝড় তুলেছিলেন এভিন লুইস। তার তাণ্ডবের পরও উইন্ডিজকে ১৯০ রানে আটকে দিয়ে আশা জাগিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও হাঁটছিল জয়ের কক্ষপথে। কিন্তু একপ্রান্তে লিটন দাস ঝড় তুললেও অন্যপ্রান্তে সতীর্থরা চালান আসা-যাওয়ার মিছিল। উইকেটের সুবিধা নিয়ে ক্যারিবিয়ান পেসার কিমো পল করেন ক্যারিয়ার সেরা বোলিং। তাতে সফরকারীদের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ।

তবে পুরো সিরিজে বাংলাদেশ দল খেলেছে অসাধারণ। সাকিব বলেছেন, 'আমার মনে হয় পুরো সিরিজে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভালো খেলেছি। তবে কিছু জায়গায় এখনও উন্নতি প্রয়োজন।'